জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার ৩০মে সকাল ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত খুলনা-৩ সংসদীয় আসনের খালিশপুর থানার ৭, ৮, ৯, ১০, ১২, ১৪ ও ১৫নং ওয়ার্ডে, দৌলতপুর থানার ১, ২, ৩, ৪, ৬নং ওয়ার্ড ও যোগীপোল ইউনিয়নে এবং খানজাহান আলী থানার বিভিন্ন স্থানে তরুণ উদীয়মান বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় এবং তিন থানা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের ব্যবস্থাপনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ শারিরীক সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল এবং প্রায় আট হাজারের অধিক দুস্থ, অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়াও বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় দৌলতপুর থানা সেচ্ছাসেবক দল এবং খানজাহান আলী থানা ছাত্রদলের ব্যবস্থাপনায় গরিব, অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
উক্ত দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ এ্যাড. এস এম শফিকুল আলম মনা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, খুলনা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম জহীর, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়কঃ কাজী মোঃ রাশেদ, স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্যঃ জহর মীর, শেখ জাহিদুল ইসলাম, বিপ্লবুর রহমান কুদ্দুস, হাবিবুর রহমান বিশ্বাস, আহসান উল্লাহ বুলবুল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, শেখ জাহিদুল হোসেন, এ্যাড. মোঃ আলী বাবু, কাজী শাহনেওয়াজ নিরু, রুবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, শরিফুল আনাম, কাজী মিজানুর রহমান, শেখ ইমাম হোসেন, আবু সাইদ হাওলাদার আব্বাস, ফারুক হিল্টন, শেখ আনসার আলী, আব্দুস সালাম, মতলুবুর রহমান মিতুল, খুলনা মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন, খুলনা মহানগর ছাত্রদলের সদস্য সচিব তাজিম বিশ্বাস, খুলনা মহানগর মহিলা দলের সহ সভাপতি আনজিরা খাতুন, নিঘাত সীমা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহানাজ সরোয়ার, পারুল বেগম, কাজলী বেগম, সাথী আমিন, সারমিন, কাকলী বেগম সহ থানা ও ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।