চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী প্রবীণ সামাজিক কেন্দ্রে পিকেএসএফ’র সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক চর্ম ও যৌন রোগীকে বিনা মুল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন,ধোপাখালী প্রবীণ কমিটির সাধারন সম্পাদক অবসরপ্রাপ্ত অনারারি লেফটেন্যান্ট মুজিবুর রহমান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হেসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডা.ফারুক হোসেন,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলতাব হোসেন, প্রবীণ কমিটির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন খান,ওয়েভ ফাউন্ডেশনের ইশরাত জাহান এবং স্বাস্থ্যকর্মি ফারজানা।