চ্যানেল খুলনা ডেস্কঃপাসের হার দিক থেকে জেএসসিতে যশোর বোর্ডে দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা জেলা। জেলাতে এ বছর পাসের হার ৯৩ দশমিক ৭২ শতাংশ। বিভাগের ১০ জেলার মধ্যে ৯৪ দশমিক ৫০ শতাংশ পাসের হার নিয়ে সাতক্ষীরা জেলা রয়েছে প্রথম স্থানে। আর সব থেকে কম শিক্ষার্থী পাস করেছে কুষ্টিয়া জেলায়। এ জেলায় পাসের হার ৮৮ দশমিক ৭৫ ভাগ। এছাড়া, খুলনা জেলায় পাসের হার ৯৩ দশমিক ৭২ ভাগ, যশোরে ৯১ দশমিক ৬৫ ভাগ, বাগেরহাটে ৯১ দশমিক ৩৬, মাগুরায় ৯০ দশমিক ৭০, মেহেরপুরে ৯০ দশমিক ১৭, ঝিনাইদহে ৮৯ দশমিক ৮৩, চুয়াডাঙ্গায় ৮৯ দশমিক ৯, নড়াইলে ৮৮ দশমিক ৭৯ ভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন এ তথ্য ঘোষণা করে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
অন্যদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯৫ দশমিক ৯২ পাশের হার নিয়ে বোর্ডে শীর্ষে অবস্থান করছে খুলনা জেলা। এ বছর খুলনা জেলা থেকে ৫ হাজার ১৬৭ জন জিপিএ-৫ পেয়েছে।
যশোর বোর্ডের পরিসংখ্যানে দেখা গেছে, খুলনার ৪২৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর ৩১ হাজার ৯২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৫ হাজার ৪৮৪ জন ছেলে এবং ১৬ হাজার ৪৩৮ জন মেয়ে। এর মধ্যে পাশ করেছে ২৯ হাজার ৯১৭ জন। উত্তীর্ণদের মধ্যে ১৪ হাজার ৪০৩ জন ছেলে এবং ১৫ হাজার ৫১৪ জন মেয়ে।
জেএসসি পরীক্ষায় এবার খুলনা জিলা স্কুল থেকে ২৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৪৫ জন, এ পেয়েছে ১০৫ জন, ফেল করেছে ১ জন ।
খুলনা পাবলিক কলেজে ২১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১১২ জন। এ পেয়েছে ৯৮ জন, শতভাগ পাস করেছে।
খুলনা করনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ২৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে এর মধ্যে ১৯২ জন জিপিএ ৫ পেয়েছে এ পেয়েছে ৭৪ জন। শতভাগ পাস করেছে।
খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম সিরাজুদ্দোহা বলেন, খুলনার ১ হাজার ১৫৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর ৩২ হাজার ৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০ হাজার ৭৮২ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদের মধ্যে ১৪ হাজার ৫৬২ জন বালক এবং ১৬ হাজার ২২০ জন বালিকা। মোট জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১৬৭ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ২ হাজার ৩৯১ জন বালক এবং ২ হাজার ৭৭৬ জন বালিকা।
খুলনা জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমিন বলেন খুলনার ৪২৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর ৩১ হাজার ৯২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৫ হাজার ৪৮৪ জন ছেলে এবং ১৬ হাজার ৪৩৮ জন মেয়ে। এর মধ্যে পাস করেছে ২৯ হাজার ৯১৭ জন। উত্তীর্ণদের মধ্যে ১৪ হাজার ৪০৩ জন ছেলে এবং ১৫ হাজার ৫১৪ জন মেয়ে। পাসের হার এবং জিপিএ তে খুলনা এবার যশোর বোর্ডের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে।