সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
জেরুজালেমের ভবন নিয়ে ইসরায়েল-ফিলিস্তিনের উত্তেজনা | চ্যানেল খুলনা

জেরুজালেমের ভবন নিয়ে ইসরায়েল-ফিলিস্তিনের উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্কঃইসরায়েলের সঙ্গে দীর্ঘ ২৫ বছর আগে করা একটি চুক্তি আর মানবে না ফিলিস্তিন। শুক্রবার (২৬ জুলাই) এমন ঘোষণাই দিল ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জেরুজালেম প্রান্তে ইসরায়েলের এক অবৈধ ভবন ভাঙ্গাকে কেন্দ্র করে সৃষ্ট ক্ষোভে ডাকা জরুরী বৈঠকের পর এমন ঘোষণা দিল আব্বাস।

গত ২৫ বছর আগের স্বাক্ষরিত চুক্তিটির মধ্যে দুদেশের নিরাপত্তা সহযোগিতাসহ অনেক কার্যকলাপ সম্পন্ন করার বিষয় ছিল। সেই চুক্তিটি ভঙ্গের ঘোষণা আসে ফিলিস্তিনের পক্ষ থেকে এই বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, আব্বাস বলছে এই সিদ্ধান্ত বাস্তবায়নে শিঘ্রই একটা কমিটি প্রণয়ন করা হবে।

পশ্চিম তীরের খুব কাছাকাছি নির্মিত ওয়াদি হামাস (সুর বাহারের একটি এলাকা) ভবনটি ভাঙতে ইসরায়েলের সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়। ভবন ভাঙ্গা সম্পর্কিত এমন পদক্ষেপের ফলে সাম্প্রতিক দিনগুলিতে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।

ইজরায়েলের এমন পদক্ষেপে সৃষ্ট বিক্ষোভে অন্তত ১৭ ফিলিস্তিনি গৃহহীণ হয়েছে। ইহুদি রাষ্ট্রটির এমন পদক্ষেপ বিশ্বে সমালোচিত হয়েছে। সর্বশেষ এই পদক্ষেপের জন্য আব্বাস ইসরায়েলকে দোষারোপ করেছেন। তিনি ইসরায়েলকে আগে চুক্তিটি মানতে বলেন।

আব্বাসকে উদ্ধৃত করে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা বলেছে, ‘দখলদার ইসরায়েল স্বাক্ষরিত চুক্তির সব শর্তই ভঙ্গ করছে এবং আমি ইসরায়েলি নেতৃত্বকে তাদের ঘোষিত সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাই। ইসরায়েলের পক্ষ থেকে স্বাক্ষর করা কোন শর্তই তারা মান্য করছেনা।’

গাজা উপত্যকার পূর্ব জেরুজালেমের ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিনের স্ব-শাসন প্রতিষ্ঠার ভিত্তির ১৯৯৩ সালের অসলো শান্তি চুক্তির একটি নীতিমালা ভঙ্গের হুমকি দিয়েছে ফিলিস্তিন। দেশটির দখলকৃত অঞ্চলগুলোতে ফিলিস্তিনি স্ব-শাসনের ভিত্তি স্থাপন করে এই চুক্তি। এমন সিদ্ধান্ত এই চুক্তির ক্ষেত্রে কতটা প্রভাব রাখবে তা স্পষ্ট নয়।

জনাব আব্বাস আগেও ইসরায়েলের সঙ্গে করা অতীত চুক্তি বাতিল করার হুমকি দিয়েছেন কিন্তু তা বাস্তবায়িত হয়নি। ইসরায়েল অতীতে সতর্ক করে দিয়েছিল যে, চুক্তি বাতিলের ফলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (ফিলিস্তিনের ডি-ফ্যাক্টো সরকার) পতন ঘটতে পারে।

Your Promo BD

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

দৈনিক খুলনা টাইমস পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাষ্ট্রপক্ষের আবেদনে ২ দিন পেছাল মির্জা ফখরুলের জামিন শুনানি

তিনটি আসনের মনোনয়ন কিনেছেন সাকিব আল হাসান

‘সাংবাদিকরা যুক্তরাষ্ট্রকে আমাদের ডোমেস্টিক ইস্যুতে ইনভলভ করে’

‘আমাকে নিয়েন না ভাই, আমার মা-ছেলে অসুস্থ’

জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।