খুলনা জেলা পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৬ মার্চ সকাল সাড়ে ৭টায় জেলা পরিষদের প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে ৭টা ৪৫ মিনিটে জেলা পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাজ্ঞাপন, দুপুর দেড়টায় এতিমখানা ও দুঃস্থদের মাঝে মিষ্টান্ন ও উন্নত মানের খাবার বিতরণ, দুপুর দুইটায় মহান স্বাধীনতা যুদ্ধে শহিদের মগফিরাত কামনায় জেলা পরিষদ জামে মসজিদে বিশেষ মোতাজাত এবং তাদের আত্মার শান্তি কামনায় আর্য্য ধর্মসভা, মন্দির ও রূপসা ব্যাপিষ্টচার্চ গীর্জায় বিশেষ প্রার্থনা, সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ
হারুনুর রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, , জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ, জয়ন্তী রানী সরদার, সচিব বিষ্ণুপদ পাল, জেলা পরিষদ সদস্য মোল্লা মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।