খুলনা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দিঘলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি শেখ পারভেজ সাজ্জাদ বাবলা’র পিতা শেখ আমজাদ হোসেন (৭৫) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাতে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইনা লিল্লাহি ওয়াইনা ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৬পুত্র, ৬কন্যা ও নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর সেনহাটী সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্হানে দাফন করা হয়। মরহুমের মত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবাব বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন দিঘলিয়া উপজলা বিএনপি’র সাবেক সভাপতি সৈয়দ মোঃ শহিদুল্লাহ, উপজলা বিএনপি’র সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, শরীফ মোজাম্মেল হোসেন, শেখ আবু জাফর, অধ্যাপক মনিরুল হক বাবুল, অধ্যাপক সেখ মুনিবুর রহমান, মোল্যা সরোয়ার হোসেন, আঃ রহমান মোল্যা, এ টি এম মোশারফ হোসেন, মোল্যা নাজমুল হক, গাজী জাকির হোসেন, মোল্যা মনিরুজ্জামান, আব্দুল লতিফ খান, শেখ মোহম্মাদ আলী মিন্টু, এস এম রফিকুল ইসলাম বাবু, শেখ আসাদুজ্জামান নূর, শেখ মোসলেম উদ্দিন, এবিএম ওয়াহিদুজ্জামান রানা, আ,ন,ম মুরাদ, গাজী মোঃ এনামুল হাচান মাসুম, মোঃ আবু হানিফ, এ্যাড. মোশারফ হোসেন, আলী হাফিজ মোড়ল, ডাঃ হাফিজুর রহমান, কে এম মশিউর রহমান, মোঃ কামাল , শ্রী অমরেশ চদ্র পাল, মোঃ জহিরুল ইসলাম, কুদরাত-ই-এলাহী স্পীকার, খ. ম. ফারুক , গাজী মনিরুল ইসলাম, মল্লিক ইদ্রিস আলী, আবু অহিদ বিশ্বাস, সোয়াইব হাসন রানা, দীলিপ চৌধুরী, আব্দুস সালাম, মোঃ হাসান বিশ্বাস, সৈয়দ রাশেদুজ্জামান, মনিরুল ইসলাম ভুট্ট, মোঃ মিলন মিয়া, আরিফুল ইসলাম হাসান, এস এম রবিউল ইসলাম, আঃ মান্নান, মোঃ নিজাম উদ্দিন, আঃ হান্নান, মামুন রেজা অপু, শেখ তহিদ আহমেদ রাজু, মোল্যা মাহমুদুল হাসান মিঠু, মোল্যা রাকিব উদ্দিন, এ্যাড. সেতারা সুলতানা, মোসাঃ ফাতেমা খাতুন, রীনা পারভীন, আলেয়া পারভীন, শিখা বেগম, আফরোজা বেগম, প্রমূখ। অনুরুপ বিবতি প্রদান করছন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ রওশন আজাদ।