সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
জোড়া খুনের দায়ে যুবকের মৃত্যুদণ্ড | চ্যানেল খুলনা

জোড়া খুনের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জোড়া খুনের দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাজা পাওয়া যুবকের নাম কামরুল ইসলাম (২২)। তিনি উপজেলার মেহেরপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় কামরুল আদালতে উপস্থিত ছিলেন।

সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে এ রায় দেন। এ সময় এই মামলায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় তাঁদের খালাস দেওয়া হয়।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, মৃত্যুদণ্ডের পাশাপাশি অন্য একটি ধারায় কামরুলের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত এই মামলায় ১৬ জনের সাক্ষ্য নিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি রাতে গোলাপগঞ্জের মেহেরপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে রুবেল আহমদ ও ফানু মিয়া প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্রের আঘাতে খুন হন। এ ঘটনায় নিহত রুবেলের বোন নাজিরা বেগম বাদী হয়ে ১৪ ফেব্রুয়ারি গোলাপগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় কামরুল ইসলাম, রানু মিয়াসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। ওই বছরের ২০ জুন রানু মিয়া, মনোয়ারা বেগম ও আয়েশা আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ৮০

সিরাজগঞ্জে যমুনার প্লাবনে পানিবন্দী ১ লাখ মানুষ

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকায় ভারতের উন্নয়ন টেকসই হচ্ছে : মোমেন

অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ জিরোটলারেন্স নীতি অনুসরণ করে : আইজিপি

নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান

১০০ টাকায় সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।