চ্যানেল খুলনা ডেস্কঃজ্বালানী ব্যবসায়ীদের ১৫ দফা দাবিতে খুলনাসহ রাজশাহী ও রংপুর বিভাগে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হচ্ছে। ধর্মঘট চলাকালে জ্বালানী তেল উত্তোলন, বিপনন ও পরিবহন বন্ধ থাকবে। এ বিষয়টি নিশ্চিত করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করীম কাবুল। তিনি জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১ ডিসেম্বর (রবিবার) থেকে জ্বালানী তেল ব্যবসায়ীদের এ ধর্মঘট পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত চলবে।
বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ডাকে খুলনা বিভাগে বাংলাদেশ তেল পরিবশেক সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন, খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ও পদ্মা মেঘনা যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যাণ সমিতি এ চারটি সংগঠন খুলনা বিভাগের ১০ ও বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় মালিক-শ্রমিকরা তেল বিপনন ও পরিবহন বন্ধ রাখাসহ অনির্দিষ্টকালের আন্দোলন কর্মসূচি পালন করবে।
১৫ দফার মধ্যে রয়েছে, জ্বালানি তেল বিক্রয়ের কমিশন বৃদ্ধি করে ৭.৫ উন্নতি করা, পেট্রোলপাম্প নির্মাণে কল কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ বাতিল করা, জ্বালানী তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট নাকি উৎপাদনকারী প্রতিষ্ঠান এ বিষয়টি সুনির্দিষ্ট করা, নতুন করে পেট্রোল পাম্প নির্মাণে বিভাগীয় জ্বালানী মালিক সমিতির ছাড়পত্র বিধান চালু করা, খুলনা, মোংলা, নড়াইল, বেনাপোলসহ বিভিন্ন জেলায় ট্যাংকলরী থেকে জোরপূর্বক পৌরসভা চাঁদা গ্রহণ বন্ধ করা, ট্যাংকলরী শ্রমিকদের ৫ লক্ষ টাকা দুর্ঘটনা বীমা প্রণয়ন করা, ট্যাংকলরী ভাড়া বৃদ্ধিকরণসহ অন্যান্য দাবি।