চ্যানেল খুলনা ডেস্কঃ ঝালকাঠি জেলার সদর উপজেলায় সামসুন্নাহার কল্পনা (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধূ সামসুন্নাহার কল্পনা উপজেলার উত্তর আশিয়ার গ্রামের ফজলুল করিম খানের মেয়ে।
রবিবার (১৮ আগস্ট) সকালে উপজেলার সুগন্ধিয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ দিকে নিহতের পরিবারের অভিযোগ, যৌতুক ও স্বামীর নির্যাতন সইতে না পেরে কল্পনা আত্মহত্যা করেছেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ২০০২ সালে সুগন্ধিয়া গ্রামের বাসিন্দা বিআরটিসি বাস কাউন্টারের কর্মচারী শাখাওয়াত হোসেন সাগরের সঙ্গে বিয়ে হয় উত্তর আশিয়ার গ্রামের ফজলুল করিম খানের মেয়ে সামসুন্নাহার কল্পনার। বিয়ের পর তাদের কোলজুড়ে জন্ম নেয় দুইটি কন্যা সন্তান। সম্প্রতি যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন চালায় স্বামী শাখাওয়াত। এমনকি কল্পনার নামে তার বাবার দেওয়া বরিশাল শহরের একটি জমি নিজের নামে লিখে দিতে চাপ দেয় সে।
নিহত কল্পনার ছোট ভাই ও মামলার বাদী ফারুক আহম্মেদ কাজল অভিযোগ করেন, যৌতুক ও স্বামীর নির্যাতন সইতে না পেরে তার বোন কল্পনা আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, এ ঘটনায় নিহতের ভাই নারী নির্যাতনের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ সময় ঘটনার পর থেকে আসামি শাখাওয়াত পলাতক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।