ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে করোনার সংক্রমণ প্রতিরোধে পথচারীসহ সকল মানুষকে মাস্ক পরা ও সরকারি বিধি মেনে চলতে অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী। এতে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার অলিউল্লাহ। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের পায়রা চত্বর, মুজিব চত্বর, আরাপপুরসহ বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করেন। এসময় রিকশাচালক, মোটরসাইকেল আরোহী, ইজিবাইক ও পথচারীদের মাস্ক পরা নিশ্চিত করতে অনুরোধ করেন। এর আগে সেনাদল শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানান।
এছাড়াও সেনাবাহিনীর কারিগরি সহযোগিতায় ঝিনাইদহ জেলা শহর,কালীগঞ্জ ও হরিণাকুন্ডু পৌর শহরে তৈরি করা হয়েছে জ্বীবাণু নাশক টানেল। যারফলে প্রয়োজনের তাগিদে শহরমুখী আগতরা অনেকটাই জীবাণু রোধ করতে সক্ষম হচ্ছে।