চ্যানেল খুলনা ডেস্কঃবাংলাদেশ সরকারের অর্থায়নে বিনামূল্যে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে ইজজি টেকনোলজি লিমিটেডের আয়োজনে ডিসি অফিসের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঝিনাইদহ, কুষ্টিয়া ও নড়াইল জেলার ইজজি টেকনোলজি লিমিটেডের দায়িত্বরত লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর মাহবুব আরা নীলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) মোঃ রবিউল ইসলাম।
এছাড়াও জেলা শহরের কেসি কলেজ, ঝিনাইদহ কলেজ, নুরুন্নাহার মহিলা কলেজ, ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউট, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ, ফজর আলী স্কুল এন্ড কলেজ, পৌর মডেল স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৫০ দিন ব্যাপী (২০০ ঘন্টা) প্রশিক্ষণ দেওয়া হবে।
আবেদন কারীদের নূন্যতম এইচ.এস.সি / সমমান পাশ হতে হবে। প্রশিক্ষণের মধ্যে রয়েছে গ্রাপিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভোলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং। সার্বিক যোগাযোগের জন্য ০১৮১৪-৯০৯৬৯৬ নং ফোন দেওয়া যেতে পারে।