চ্যানেল খুলনা ডেস্কঃঝিনাইদহে খ্রিষ্টান সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) তারেক আল মেহেদী, সদর থানার ওসি মঈন উদ্দিন, জেলা শহরের ষাটবাড়িয়া ব্যাপ্টিস্ট চার্চের পালক মাইকেল তাপস দাস, কালীগঞ্জ চার্চের ফাদার রেভারেন জন তালুকদারসহ খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় গুরু, পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন চার্চ ও গির্জা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, বড় দিন উপলক্ষে চার্চ ও গির্জায় সার্বক্ষণিক পুলিশের টহল থাকবে। কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কমিটির নেতৃবৃন্দসহ স্বেচ্ছাসেবকদের সজাগ থাকার পরামর্শ দেন তিনি।
আগামী ২৫ ডিসেম্বর তারিখে জেলা সদরে ১৩টি, কালীগঞ্জে ১৩টি, শৈলকুপায় ৬টি, হরিণাকুন্ডুতে ৩টি, কোটচাঁদপুরে ২টি এবং মহেশপুরে ১টি স্থানে বড় দিনের ধর্মীয় উৎসব পালিত হবে।