সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
টায়ার পুড়িয়ে মবিল তৈরি করে বিক্রি, সিআইডির জালে ধরা | চ্যানেল খুলনা

টায়ার পুড়িয়ে মবিল তৈরি করে বিক্রি, সিআইডির জালে ধরা

বিভিন্ন গাড়ির পুরাতন টায়ার ও প্লাস্টিকের দানা পুড়িয়ে নকল মবিল তৈরি হত কারখানাটিতে। পরে দেশে প্রতিষ্ঠিত নামি কোম্পানির লেভেল লাগিয়ে বোতলজাত করে বিক্রি হতো। ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলে ও উপজেলা শহরের গ্যারেজে এবং মহাসড়কের পাশে মবিল বিক্রির দোকানে কম দামে বিক্রি হত। আর এ নকল মবিল বিক্রি করে আয় হতো মোটা অঙ্কের টাকা।

রাজধানীর যাত্রাবাড়ীর আড়াবাড়ী এলাকার মামুন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে নকল মবিল তৈরির কারখানাটির সন্ধান পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির অভিযানে নকল মবিল তৈরির সরঞ্জামসহ ১৩ শ লিটার নকল মবিল জব্দ করাসহ এই চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নকল মবিল বিক্রির ৭ লাখ টাকাও জব্দ করা হয় অভিযানে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (ঢাকা মেট্রো-পূর্ব) কানিজ ফাতেমা এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিআইডি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রবাড়ীর আড়াবাড়ী এলাকার মামুন মিয়ার বাড়িতে অভিযানে পরিচালনা করে নকল মবিল কারখানাটিতে মবিল তৈরি করা অবস্থায় চার জনকে গ্রেফতার করে। এ সময় নকল মবিল তৈরির সরঞ্জাম ও ১৩ শ লিটার নকল মবিল জব্দ করা হয়। এছাড়া নকল মবিল বিক্রির ৭ লাখ টাকাও জব্দ করা হয়।

টায়ার পুড়িয়ে মবিল তৈরি করে বিক্রি, সিআইডির জালে ধরা

গ্রেফতাররা সিআইডিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘদিন ধরে মামুন মিয়ার এই নকল মবিল তৈরি কারখানায় কর্মচারী হিসাবে কাজ করে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (ঢাকা মেট্রো-পূর্ব) কানিজ ফাতেমা বলেন, ‘মামুন মিয়ার একতলা একটি ভবনের দুইটি কক্ষে এই নকল মবিল তৈরির কারখানা। কারখানাটি বেশ বড়। এখানে বিভিন্ন ধরনের রাবার, পুরাতন টায়ার ও প্লাস্টিকের দানার সঙ্গে ব্যবহার করা পুড়া মবিল জ্বাল দিয়ে তারা এই নকল মবিল তৈরি করে আসছিল। নানা নামি কোম্পানির লেভেল বোতলে লাগিয়ে ঢাকার বাহিরে বিভিন্ন গ্যারেজে মবিল বিক্রি করে আসছিল। এছাড়া মহাসড়কের পাশে মবিল বিক্রির দোকানে স্বাভাবিক দামের তুলনায় কম দামেও এই মবিল বিক্রি হতো।’

তিনি বলেন, ‘কারখানার মালিক মামুন মিয়াসহ এ চক্রের আরও কয়েক জন পলাতক রয়েছে। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। এ মুহূর্তে সঠিক তথ্য না থাকলেও প্রাথমিক ভাবে জানা যায়, তারা প্রতি মাসে মোটা অংকের টাকার নকল মবিল বিক্রি করে আসছিল।’

গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনার শীর্ষ সন্ত্রাসীসহ ১০ জন গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

ব্লাকমেইল করে বছরব্যাপী ধর্ষণের অভিযোগে তেরখাদায় যুবক গ্রেপ্তার

রাজধানীতে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর ৩ সদস্য গ্রেফতার

স্ত্রী-মেয়েসহ আমির হোসেন আমুর ব্যাংক হিসাব অবরুদ্ধ

সন্ধ্যার পর থেকে পরিস্থিতি টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় ভূমিদস্যু ও প্রতারণার মহারাজ পিন্টু!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।