টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নারায়ণগঞ্জ থেকে আগত স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের বাড়ি উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের উত্তর পাকুরতিয়া গ্রামে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনায় আক্রান্ত স্বামী স্ত্রী নারায়ণগঞ্জ থেকে গত ১৬ এপ্রিল পাকুরতিয়ার নিজ বাড়িতে আসে ও ১৭ তারিখ তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। এরপর ১৯ তারিখ রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত স্বামী স্ত্রী নারায়ণগঞ্জে পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি আরো জানান, তাদের রিপোর্ট পজিটিভ আসার পরে আজ সোমবার দুপুরে তাদের বাড়ি সহ আশেপাশের চারটি বাড়ি লকডাউন করে লাল নিশানা টানিয়ে দেয় পুলিশ প্রশাসন। এছাড়া ওই বাড়ির যাতায়াতের পথে বাঁশের বেড়া দিয়ে মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়। স্বামী-স্ত্রী দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
উল্লেখ্য, এ নিয়ে টুঙ্গিপাড়ায় মোট পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছে। তবে টুঙ্গিপাড়ায় স্থায়ীভাবে বসবাসকারী কেউ আক্রান্ত হয়নি।