সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ডিএসইর মূলধন সাড়ে ১২ হাজার কোটি টাকা কমেছে | চ্যানেল খুলনা

ডিএসইর মূলধন সাড়ে ১২ হাজার কোটি টাকা কমেছে

চ‌্যানেল খুলনা ডেস্কঃ পুঁজিবাজারে দরপতন টানা ষষ্ঠ দিনে গড়াল। অব্যাহত দরপতনের কারণে গত ৬ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক কমেছে ১৭২ পয়েন্ট। এ সময়ে প্রতিদিনই শেয়ারের দাম কমায় ডিএসইর বাজার মূলধন হারিয়েছে ১২ হাজার ৪৪৯ কোটি টাকা।
অব্যাহত দরপতন হওয়ায় বুধবার ( ৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৫ হাজার পয়েন্টের নিচে নেমে আসে। একই অবস্থা অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

বাজার বিশ্লেষকদের মতে, পুঁজিবাজারে অব্যাহত দরপতনের দৃশ্যমান কোনো কারণ নেই। কেন দরপতন হচ্ছে এ বিষয়টি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার খতিয়ে দেখা উচিৎ। তাদের মতে, টানা দরপতনের কারণে পুঁজিবাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আস্থা দিনদিন আরও কমে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে বিনিয়োগকারীরা আরও বেশি পুঁজিবাজার বিমুখ হয়ে পড়বে। যা দেশের অর্থনীতির প্রতি বিরূপ প্রভাব পড়বে।

এদিকে বুধবার ডিএসইতে ৩৫১টি কোম্পানির ৯ কোটি ১৮ লাখ ১৩ হাজার ৩৭০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার। এদিন ডিএসইতে ৩৭৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২০ পয়েন্ট কমে ৫ হাজার ৯৮৬ পয়েন্ট, ডিএস ৩০ মূল্য সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৭৪৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ১৫৮ পয়েন্টে নেমে আসে।

অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫১টি কোম্পানির ৫৩ লাখ ২০ হাজার ৫১৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৮৯টির কমেছে ১২৯টির এবং ৩৩টির দামে কোনো পরিবর্তন আসেনি। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮৯ পয়েন্ট কমে ১৫ হাজার ২১৩ পয়েন্টে নেমে আসে। দিনশেষে সিএসইতে লেনদেনে পরিমাণ দাঁড়ায় ১৬ কোটি ১৭ লাখ টাকা টাকা।

https://channelkhulna.tv/

অর্থনীতি আরও সংবাদ

১৬ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার কোটি টাকা

মোংলা বন্দরকে আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে : এম সাখাওয়াত হোসেন

কৃষি ব্যাংকের ৭০ কোটি টাকা লোপাট, দুই মামলায় ৮ আসামি

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করলে হার্ডকপির প্রয়োজন নেই

দেশের বাজারে কমল সোনার দাম, কাল থেকে কার্যকর

আয়কর সেবা মাস শুরু, কর অফিসে সব সেবা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।