সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ডিকেকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের থেকে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ | চ্যানেল খুলনা

ডিকেকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের থেকে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

বাগেরহাট জেলার মোল্লাহাটের দারিয়ালা কাচনা কুশলা (ডিকেকে) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা জমির হোসেনের বিরুদ্ধে সরকারি নিয়ম কানুন অমান্য করার মাধ্যমে ওই বিদ্যালয়ের উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের থেকে মাসিক বেতন সহ বিভিন্ন অজুহাতে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে শনিবার দুপুরে অত্র বিদ্যালয়ের প্রধান ফটকে প্রায় ঘণ্টাব্যাপী সমাবেশ করে শিক্ষার্থীরা।

সমাবেশে অংশ নেয়া শিক্ষার্থীরা জানায়, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সরকারের পক্ষ থেকে প্রতিষ্ঠানকে মাসিক বেতন সহ অন্যান্য যাবতীয় অর্থ প্রদান বা পরিশোধ করা হয়। সরকারের মহৎ গুণের এ বিষয়টি গোপন করে অন্যায় ভাবে শিক্ষার্থীদের থেকে নিয়মিত মাসিক বেতন সহ অন্যান্য অজুহাতে অর্থ হাতিয়ে নিয়ে চলেছেন প্রধান শিক্ষক। এ অনিয়ম দুর্নীতি ও অর্থ হাতিয়ে নেওয়ার ধারাবাহিকতায় এবারও পরীক্ষার্থীদের থেকে ৩৫০ টাকা (পরীক্ষার ফিস) ছাড়াও মাসিক বেতন মিলিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীদের থেকে ১৭৯০ টাকা আদায় করা হচ্ছে। একইভাবে অন্যান্য শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকেও অর্থ হাতিয়ে নেওয়া হয়। ইতিমধ্যে কারো কারো কাছ থেকে উক্ত অবৈধ উপায়ে অর্থ নেয়া হয়েছে। এ অবৈধ অর্থ আদায় করতে শিক্ষার্থীদেরকে দাঁড়িয়ে শাস্তি দেয়া সহ বেশি কথা বলা হয় বলেও অভিযোগ করেন শিক্ষার্থীবৃন্দ।

এ অভিযোগের বিষয় অস্বিকার করে দারিয়ালা কাচনা কুশলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা জমির হোসেন বলেন, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভুল করে হয়তো কেউ মাসিক বেতন সহ টাকা দিয়ে থাকতে পারে। বিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীদের সমাবেশ সম্পর্কে তিনি বলেন, কেন সমাবেশ করেছে তা আমার জানা নেই, এটা শিক্ষার্থীদের বিষয়।

সচেতন মহলের দাবি, সরকারের মহৎ উদ্যোগ গুলো এভাবে গোপন করে যেন কেউ শিক্ষার্থীদের থেকে অর্থ হাতিয়ে নিতে না পারে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ন্দরবন মহিলা কলেজের গরীব ও মেধাবীদের বৃত্তি প্রদান করলেন কৃষিবিদ শামীম

চিতলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে সভা

রামপালে কেন্দ্রীয় ছাত্রদলের ৩১ দফার লিফলেট বিতরণ

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা বাবুল খাঁনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রামপালে দেশব্যাপী ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।