চ্যানেল খুলনা ডেস্কঃডিবি পুলিশের পরিচয় দিয়ে নারায়ণগঞ্জে গরুভর্তি একটি ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১টার দিকে সোনারগাঁ উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকার মধুমতি সিএনজি পাম্পের সামনে দুর্ধর্ষ এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় গরুগুলোর মালিক রবিউল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী, পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চামারখুণ্ড গ্রামের সামসুল হকের ছেলে রবিউল ইসলাম ৩৭টি গরু নিয়ে একটি ট্রাকযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকার মধুমতি সিএনজি পাম্পের সামনে পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন তাদের ট্রাকের গতিরোধ করে। এরপর চালক শাহ আলম ও হেলপার ফরিদুল ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া ট্রাকটি মাওয়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ছিনতাই হওয়া গরুগুলো উদ্ধারে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে।