সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় একদিনেই ৩ জনের আত্মহত্যা | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় একদিনেই ৩ জনের আত্মহত্যা

ডুমুরিয়া উপজেলায় পৃথক ঘটনায় এক বৃদ্ধাসহ ৩জন মারা গেছে। নিহত ৩জনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। থানা পুলিশ লাশের সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। পুলিশ ও স্থায়ীয় সুত্রে জানা গেছে, গতকাল বুধবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিনটি ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হল গজেন্দ্রপুর গ্রামের সুজয় বৈরাগী (২৮), রুপরামপুরের সমিরণ বিশ্বাস (২২) ও চন্ডিপুরের যমুনা ঘোষ (৭৬)। এদের মধ্যে নিহত সুজয় বৈরাগী হল রঘুনাথপুর ইউনিয়নের গজেন্দ্রপুর গ্রামের মধুসুধন বৈরাগীর ছেলে। সে গতকাল বুধবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর সাড়ে ৮টার দিকে স্থানীয়রা তাকে পাশের বাগানের একটি খৈ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল। ওই মুহুর্তে বাড়ির লোকজন তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। নিহত অপরজন হল সমিরণ বিশ্বাস। সে রঘুনাথপুর ইউনিয়নের রুপরামপুর গ্রামের দিনেশ
বিশ্বাসের ছেলে। বাড়ির পাশে একটি আম গাছের সাথে গলায় দড়ি পেঁচানো অবস্থায় ঝুলে ছিল। গতকাল বুধবার বেলা ১২টার দিকে স্থানীয়রা তাকে ওই অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার ও সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এছাড়া নিহত অপর জন হল যমুনা রানী ঘোষ। সে মাগুরাঘোনা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বীরেন্দ্রসাথ ঘোষের স্ত্রী। গতকাল বুধবার দুপুরে সে তার নিজের ঘরের আড়ার সাথে গলায় দড়ি পেঁচানো অবস্থায় ঝুলে ছিল। তারও সুরোতহাল রিপোর্ট শেষে মরদেহ মর্গে প্রেরণ করে পুলিশ। এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, নিহত ৩জনই আত্নহত্যা করেছে। তারমধ্যে বৃদ্ধার বিষয়ে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিল। এ কারণেই হয়তঃ সে আত্নহত্যা করতে পারে। আর অপর দু জন বিষয়ে তাদের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, পারিবারিক কলহ ও অভিমানে আত্নহত্যা করেছে। সেক্ষেত্রে ৩টি লাশই সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে নিহত সমিরণ বিশ্বাস ও সুজয় বৈরাগী কি কারণে মারা গেছে, এটা নিয়ে খতিয়ে দেখা হবে।

Your Promo BD

খুলনা আরও সংবাদ

মুট কোর্ট প্রতিযোগিতার মাধ্যমে আইনের শিক্ষার্থীদের অসীম প্রতিভা আরও বিকশিত হয় : উপাচার্য

স্মার্ট বাংলাদেশ গড়তে যথাযথ প্রক্রিয়ায় ট্যাক্স প্রদান করা উচিত : উপাচার্য

চুকনগর বাজারে জোয়ারের পানি উঠার কারণে ঝুকি নিয়ে হাটু পানি ভেঙ্গে স্কুলে যাচ্ছে শিশুরা

ভ্যান হারানো শারীরিক প্রতিবন্ধীকে নতুন ভ্যান উপহার দিলেন পুলিশ কমিশনার

মহানগরীর ৫ থানা মহিলা দলের আহবায়ক কমিটি গঠন

দাকোপে সাংবাদিকদের সাথে ড. প্রশান্ত রায়ের মত বিনিময় সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।