সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ডুমুরিয়া উপজেলায় রবি ২০২৪-২৫ মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে।

এছাড়া কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে শাকসবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক কৃষকের মধ্যে এসব বীজ বিতরণ করা হয়।

ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। ডুমুরিয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেন,ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, এস পিপি ও মোঃ আলী আহসান,উপ-সহকারী কৃষি কর্মকর্তা রনজিৎ বালা, আশুতোষ কুমার দাস, নিরাবিন্দু মল্লিক, দাস নলহরি, শিক্ষা রানী মন্ডল, শুধা রানী জদ্দার, সন্ধ্যা রানী গোলদার, মুক্তা রানী সরকার, রবিউল ইসলাম, রেজাউল ইসলাম, এম এম আব্দুস সামাদ, প্রকাশ রায়, আব্দুস সাত্তার মোড়ল, অমিত বিশ্বাস,আবু হুরাইরা ইকবাল হোসেন, নুরুন নাহার, করুন মন্ডল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আলী হাসান, নিতীশ মন্ডল, আপতাব বিশ্বাস, রুবেল শেখ, জালাল, প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ডুমুরিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক শতাধিক কৃষকের মধ্যে জনপ্রতি দুই কেজি করে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ৮ হাজার ১শ কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হবে। এছাড়া ৪০০ জন কৃষকের মাঝে হাইব্রীড জাতের শাকসবজির বীজ ও রাসায়নিক সার,ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১হাজার টাকা বিতরণ করা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

ডুমুরিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

খুলনা বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত

দ্রুত সময়ের মধ্যে ডেঙ্গুরোধ ও সড়ক-ড্রেন মেরামতের দাবি জানিয়েছে বিএনপি

দাকোপে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাংবাদিক একরামুল কবির; এখনও গ্রেফতার হয়নি মূল আসামি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।