শনিবার দুপুরে টিপনা নতুন রাস্তা চিংড়ি ক্লাষ্টারের পাড়ে দলগত সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) ক্লাস্টার মোবিলাইজেশন কম্পোনেন্ট আন্তর্জাতিক বাজার প্রাপ্তিতে সর্বোত্তম অনুশীলনের মাধ্যমে খামারের উৎপাদনশীলতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়ার টিপনা নতুন রাস্তা চিংড়ি ক্লাষ্টার সমিতির সভাপতি শেখ মাহতাব হোসেন, প্রধান অতিথি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনিক্যাল অফিসার প্রনোব কুমার দাশ, আশিকুর রহমান, কিশোর কুমার রায়, অন্তিমা মন্ডল,ক্লাষ্টারের সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন, মতিয়ার রহমান গাজী,ইরাদালী আলী ,সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, আবুল হাসান গাজী, রেহেনা বেগম, নাসিমা বেগম, শেখ
জাহাতাব হোসেন, মোহাম্মদ মোস্তাক আহমেদ,আব্দুর রাজ্জাক গাজী, আফজাল মোল্লা, আমিনুর সরদার, সোহাগ শেখ, জাহাঙ্গীর শেখ, সালিমা বেগম, নাসির গাজী, আব্দুল হাকিম গাজি, শহিদুল ইসলাম শেখ, রিজাউল শেখ,ইমোন শেখ,রাজিয়া বেগম,সালেহা খাতুন, নাজমুল শেখ,ও শরিফুল ইসলাম শেখ প্রমুখ।। ক্লাস্টার ভিত্তিক চিংড়ি চাষে দলগত মাটিফিকেশন এর গুরুত্ব ও করনীয় সরবরাহ বিশ্ববাজারে অটুট রাখার লক্ষ্যে থার্ড পার্টি প্রোডাক্ট ভোক্তা পর্যায়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি পরিবেশগত ও আর্থ সামাজিক দায়িত্বশীলতা বজায় রেখে মৎস্য উৎপাদন ও সার্টিফিকেশন (Third Party Product Certification) একটি অন্যতম কৌশল। মাছের মাননিয়ন্ত্রণ ব্যবস্থা ও ভোক্তাদের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য বিভিন্ন প্রকার মৎস্যচাষ সার্টিফিকেশন স্কিম (aquaculture certification scheme) চালু হয়েছে। বর্তমানে যেকোনো মৎস্যপণ্য রপ্তানির ক্ষেত্রে রপ্তানিকারক দেশের নির্ধারিত প্রতিষ্ঠানের সনদায়নের পাশাপাশি থার্ড পার্টি সার্টিফিকেশন (third party certification) মৎস্যজাত খাদ্যপণ্যে ভোক্তাদের বিশ্বাসযোগ্যতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চিংড়ি চাষের পরিবেশ, সামাজিক বিষয়, ফুড সেফটি এবং চিংড়ির স্বাস্থ্য ও ট্রেসেবিলিটি নিশ্চিত পূর্বক, থার্ড পার্টি সার্টিফিকেশন অর্জনের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও চিংড়ি রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।