ডুমুরিয়া প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন ১৮-২২ এপ্রিল বাস্তবায়নে: উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ডুমুরিয়া, খুলনা সহযোগিতায়: প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
শুক্রবার (১৯ এপ্রিল) ডুমুরিয়া উপেজলায় রঘুনাথপুর ইউনিয়নে গজেন্দ্রপুর গ্রামে উপজেল প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির ভোর বেলা ভ্যাক্সিনেশন প্রোগ্রামের শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে এল এস পি সকল খামারিদের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাক্সিনেশন সম্পন্ন করে। ইউনিয়নে গজেন্দ্রপুর গ্রামে পরবর্তীতে এল এস পি সকল খামারিদের বাড়ি বাড়ি গিয়ে। ১শত ভ্যাক্সিনেশন সম্পন্ন করেন। প্রাণিসম্পদের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ ভাবনা এবং করণীয়, ক্লাইমেট স্মার্ট ডেইরী সেক্টর, এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ও খাদ্য নিরাপত্তা, পশুপাখির রোগ-বালাই নিয়ন্ত্রণসহ অন্যান্য বিষয়।
প্রদর্শনীতে ফুড সেফটি কর্নারে নিরাপদ খাদ্য প্রস্তুত ও করনীয় সম্পর্কে সচেতনতামূলক কার্য্ক্রম যেমন – ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ খাদ্য- সামগ্রী প্রস্তুত ও প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, গুদাম জাতকরণ, পণ্য পরিবহন ও গ্রাহক পর্যায়ে বিতরণ পর্যন্ত সার্বিক পরিচ্ছন্নতা ও বিশুদ্ধতা নিশ্চিতকরণ এবং দুধ, ডিম, মাংসজাত নিরাপদ খাদ্য পণ্যের প্রদর্শনী ও বিক্রয় করা হবে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন (বিডিএফএ) এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এ আয়োজনে সহযোগিতা করছে।