বুধবার ১৬নভেম্বার দুপুর ১২টার সময় ডুমুরিয়া উপজেলা অফির্সাস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, মৌসুমে গম, ভূট্টা, সরিষা,
সূর্যমূখী ও শীতকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে
বীজ ও সার বিতরণ করেন ।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, এম পি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ওয়ালিদ হোসাইন, রুদঘরা ইউনিয়নের চেয়ারম্যান গাজী তৌহিদুল ইসলাম, কৃষক আবু হানিফ মোড়ল, উপ-সহকারী কৃষি অফিসার তুষার কান্তি বিশ্বাস, রেজাউল ইসলাম, করুনা মন্ডল, মাইকেল রায়, অনুষ্ঠান সার্বিক সঞ্চালনা করেন এস এ পি পি ও পরানজয় মন্ডল ।
আলোচনা সভা শেষে মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমূখী ও শীতকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৫হাজার ৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষী কে মোট ৭হাজার ৯শত ৯০কেজি বীজ ও সার বিতরণ করেন ।