মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাবের ৫জন লীফের এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে বক্তব্য রাখেন ডুমুরিয়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক, লিফদের মধ্যে বক্তব্য রাখেন খর্নিয়ার নাসরিন আক্তার,শরাফপুর আব্দুর রহিম, শোভনা মোঃ সোহেল হোসেন,রুদাঘরা মোঃ খায়রুল মোল্লা,ও আটলিয়ার মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
চিংড়ির অস্বাভাবিক মৃত্যু বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থাপনা যেগুলো রয়েছে তা চাষিদের সঠিকভাবে জেনে রাখা দরকার। চিংড়ি চাষ লাভজনক হওয়ার কারণে এখন অনেকেই চিংড়ি চাষে ঝুঁকছেন। চিংড়ি চাষে অনেক সময় অস্বাভাবিক মৃত্যু লক্ষ্য করা যায়। এটি বন্ধ করা না গেলে লোকসান দেখা দিতে পারে। এ বিষয়ে ডুমুরিয়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন সারাদেশে ২শত উপজেলায় ১ হাজার জন লিফএ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে ডুমুরিয়া উপজেলা এ কার্যক্রমের অন্তর্ভুক্ত মূলত লিফ দক্ষ করে তোলা হচ্ছে কারণ লিভ প্রত্যন্ত অঞ্চলে মৎস্যচাষীদের পরামর্শ সেবা দিয়ে থাকেন মাঠ পর্যায়ে সমস্যা গ্রস্ত হলে প্রথমে লিফ ভাইদের সাথে যোগাযোগ করেন চিংড়ি চাষে সাধারণ যেসব রোগ হয় সে সব রোগের প্রাথমিক করণীয় বিষয়ে লিফ দেরকে আজকের প্রশিক্ষণের হাতে-কলমে শেখানো হয়েছে। পর্যায়ক্রমে সকল লিফ দের এ কার্যক্রমের অন্তর্ভুক্ত করা গেলে মৎস্য চাষী উপকৃত হবেন।
প্রশিক্ষণটির আয়োজন করেন মৎস্য অধিদপ্তর ও ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ।