শুক্রবার বিকেলে ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে জোবায়েদ আলী মিলনায়তনে, ডুমুরিয়ার সর্বজন শ্রদ্ধেয়, সদ্য প্রয়াত আদর্শ শিক্ষক বীরেণ স্যারের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাবেক মন্ত্রী ও বর্তমান সাংসদ জনাব নারায়ণ চন্দ্র চন্দ। সহকারী অধ্যাপক নুরুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণ সভায় স্থানীয় স্কুল কলেজের অবসরপ্রাপ্ত ও কর্মরত শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বহু গুণীজন উপস্থিত ছিলেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে বীরেণ স্যারের পরিচিতি এলাকার প্রায় সবারই জানা।
সাধারণ জীবনযাপনে অভ্যস্ত, যিনি ছিলেন নির্লোভ, সততা ও সত্যবাদীতার উদাহরণ, নীতি আদর্শ নিয়ে সোজাসাপ্টা কথা বলা এই আদর্শ শিক্ষক; বীরেণ স্যারের স্মৃতিচারণে তাঁর জীবনের নানা স্মৃতি নিয়ে আলোচনা হয়।
ডুমুরিয়া হাইস্কুলের সাবেক বাংলা শিক্ষক বীরেন্দ্রনাথ বিশ্বাস (বীরেন স্যার) গত ১৯ মে বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া চৌরঙ্গী মোড়ে মোটরবাইকের সাথে দুর্ঘটনার শিকার হয়েছিলেন।
স্যারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গত ২৮ মে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই প্রিয় শিক্ষকের দূর্ঘটনা জনিত মৃত্যুতে গভীর শোক, তাঁর আত্মার শান্তি কামনা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।।