সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ার সাংবাদিক ফিরোজ খানের পরিবারকে ২ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর | চ্যানেল খুলনা

ডুমুরিয়ার সাংবাদিক ফিরোজ খানের পরিবারকে ২ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর

খুলনার ডুমুরিয়া উপজেলার শাহাপুর এলাকার প্রয়াত সাংবাদিক ফিরোজ খানের পরিবারকে ২ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেলে খুলনা প্রেসক্লাবের শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে অসুস্হ, দুস্হ-অসহায় সাংবাদিকদের সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর তহবিল থেকে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এ অনুদানের চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে তৈরি হয়েছে।

সাংবাদিকদের সহায়তায় স্থায়ী ব্যবস্থাপনার জন্য তিনি এই ট্রাস্ট করে দেন। বর্তমানে এটি সাংবাদিকদের ভরসার জায়গায় পরিণত হয়েছে। এর মাধ্যমে এ পর্যন্ত সাংবাদিকদের মাঝে ২২ কোটি টাকা দেয়া সম্ভব হয়েছে। জাতির পিতার কন্যা শেখ হাসিনার গঠন করা ট্রাস্ট সব দলমতের সাংবাদিকদের জন্য অবারিত। তিনি আরো বলেন, আমি সাংবাদিকের দৃষ্টিতে তাঁদের সমস্যাগুলো দেখার চেষ্টা করি। অষ্টম ওয়েজ বোর্ড যারা বাস্তবায়ন করবেন না, তারা সরকারি ক্রোড়পত্র পাবেন না।
মন্ত্রী আরো বলেন, সাংবাদিকদের কল্যাণে শেখ হাসিনাই কাজ করেছেন। অন্যান্য সরকারের আমলে সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছে। গণমাধ্যমকর্মী আইন বাস্তবে রূপ পেলে সাংবাদিকরা সত্যিকার সুরক্ষা পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক সুভাষ চন্দ্র বাদল, বিএফইউজের মহাসচিব দ্বীপ আজাদ, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার ও প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট হতে প্রয়াত সাংবাদিক ফিরোজ খানের স্ত্রী জুলিয়া নাসরিন এর হাতে দুই লাখ টাকার চেকসহ চিকিৎসা সহায়তা হিসেবে ৩২ জনকে এবং করোনাকালীন আর্থিক প্রণোদনার অংশ হিসেবে ৮৬ জন সাংবাদিককে আর্থিক
সহায়তার চেক প্রদান করা হয়। আর্থিক অনুদানের চেক পেয়ে জুলিয়া নাসরিন তার
প্রতিক্রিয়ায় বলেন,আমি এমন অনুদানের প্রত্যাশা কখনও করিনি। তাঁর (স্বামীর) অকাল মৃত্যুতে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া একমাত্র ছেলে এবং একাদশ শ্রেণিতে পড়ুয়া মেয়ে কে নিয়ে আমার খুব দূরাবস্তায় দিন কাঁটছে। এমন অবস্হায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গঠিত কল্যাণ তহবিল থেকে মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাসান মাহামুদ,স্হানীয় সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ,কল্যাণ ট্রাস্টের ব্যবস্হাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল,বিএফইউজে সভাপতি মোঃ ওমর ফারুক,মহাসচিব দীপ আজাদ,জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জান তালুকদারসহ অনুদান পেতে সহায়তাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রসঙ্গত: ডুমুরিয়ার শাহাপুরের দৈনিক পূর্বাঞ্চলে কর্মরত সাংবাদিক ফিরোজ খান দীর্ঘদিন রোগ ভোগের পর গত ২০২০ সালের ৫
ডিসেম্বর অকাল মৃত্যু বরণ করেন।মৃত্যু কালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

দাকোপে সাংবাদিকদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতবিনিময়

ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

নগরীর নুরনগরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

পদ্মা সেতু হয়ে সাড়ে তিন ঘণ্টায় ঢাকা থেকে খুলনা ট্রেন চলাচল ডিসেম্বরে

ক্রীড়ামোদী দর্শকের স্বতস্ফূর্ত উচ্ছ্বাসে মাতলো জেলা স্টেডিয়াম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।