বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিবাদ্য সামনে রেখে ডুমুরিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সকাল ৯ টায় নিজস্ব কার্যালয়ে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা ও পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা শ্রমিক নির্মাণের সভাপতি গাজী নজরুল ইসলাম, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলার বিশিষ্ট সমাজসেবক মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের প্রভাষক ও ডুমুরিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আব্দুল কাইউম জমাদ্দার, বক্তব্য রাখেন,
উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম শেখ,মো.মাহবুবুর রহমান মল্লিক,বাবর আলী শেখ,আব্দুল খালেক আলমগীর মোড়লসহ আরো অনেকে, প্রধান অতিথি বলেন বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে সারা বিশ্বে একযোগে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এর পর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।