ডুমুরিয়ায় জাগরনী ফাউন্ডেশন আয়োজনে উপজেলা দিবস উপলক্ষে বুধবার সকালে স্থানীয় যুব সংঘ মাঠে এক সচেতনতা মূলক কৈশোর মেলা ও আলোচনা সভা, সাংষ্কতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাগরনী চক্রের ডুমুরিয়া শাখার ম্যানেজার মোঃ ইয়াছির আরাফাত হোসেনের সভাপতিত্বে আনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা রানী মজুমদার, বিশেষ অতিথির বক্তব্য দেন জাগরণী চক্রের এরিয়া ম্যানেজার মোঃ মিজানুর রহমান, জেসিএফ কৈশোর কর্মসূচীর দায়িত্বপাপ্ত কর্মকর্তা জোবায়ের আহম্মেদ, সম্মননা অতিথি শেখ জামিল আক্তার লেলিন, এ্যাড নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৈশোর কর্মসূচি উপজেলা প্রেগ্রাম অফিসার তাছলিমা আক্তার,অমিত দাশ,অনিতা ও মোছাঃ সাজেদা খাতুন।
উপজেলার ১৪টা ইউনিয়নের কিশোর -কিশোরী ক্লাাবের সদস্যদের উপস্থিতে সকালে মিনি ম্যারাথুন,কৈশোর মেলা, নাচ, গান ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার ব্যাক্তিত্বদের সম্মননা ও সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরন করা হয়। ডুমুরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক শেখ জালির আক্তার লেলিন, সাংস্কৃতিক বিষয়ক শিল্পী এ্যাড মোঃ নজরুল ইসলাম বিশ্বাস ও দৈনিক পূর্বাঞ্চলের ডুমুরিয়া প্রতিনিধি সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব কে সম্মননা প্রদান করা হয়।