খুলনা ডুমুরিয়ায় মুদি দোকানে টিসিবি’র পণ্য সংরক্ষণের অপরাধে দোকান মালিক মোবারক শেখকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (০২ সেপ্টেম্বর ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া উপজেলার ৬নং মাগুরঘোনা ইউনিয়ন’র দক্ষিন আরশনগর গ্রামের মানোয়ারা স্টোর নামক দোকানে। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় দোকানে টিসিবি’র বোতলজাত ৩৪ লিটার সয়াবিন তেল,৩৪ কেজি মসুর ডাউল ও ৬কেজি চিনি পাওয়া যায়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মানোয়ার ষ্টোরের স্বত্তাধিকারী মোবারক শেখকে (৫) হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ বলেন, ‘টিসিবির পণ্য সংরক্ষণে রাখার অপরাধে মোবারক শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং দোকানে সংরক্ষিত টিসিবি’র বোতলজাত ৩৪ লিটার সয়াবিন তেল,৩৪ কেজি মসুর ডাউল ও ৬কেজি চিনি জব্দ করে, মাগুরঘোনা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হেলাল’র কাছে হস্তান্তর করা হয়েছে।
টিসিবির পণ্য কিভাবে ডিলার ব্যাতিরিক্ত সাধারণ দোকানদারের কাছে গেল, সে জন্য ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হেলাল’র কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। যদি তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারেন তাহলে, ইউপি সদস্য ও টিসিবি ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হেলাল বলেন কিভাবে টিসিবির পণ্যগুলো মুদি দোকানে আসলো সেটা খতিয়ে দেখা হবে।এবং যারা প্রকৃত দোষি তাদেরকে খুজে আইনের আওতায় আনা হবে।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।
ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করেন মাগুর ঘোনা পুলিশ ক্যাম্পের সদস্যবৃন্দ।