মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের প্রতি অকৃত্রিম ভালবাসা ও আন্তরিকতা রয়েছে। বর্তমানে দুই দেশের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়ন ও দৃঢ় করতে হাইকমিশন আন্তরিক কাজ চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর জন্য আইকন হিসেবে চিরঞ্জীব। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উন্নয়নের রোল মডেল হিসেবে এগিয়ে যাচ্ছে, কূটনৈতিক হিসেবে আমি বাংলাদেশ সরকারের সফলতা দেখছি।
বুধবার (৬ এপ্রিল) দুপুরে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার হাজী হারিস বীন ওসমান এর সাথে সাক্ষাৎ করতে গেলে এসময় তিনি এসব কথা বলেন।
হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশে অবস্থানকালে বর্তমান সরকার আমাকে কূটনৈতিক হিসেবে যথেষ্ট সহযোগিতা করেছেন। তিনি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর কার্যক্রমের প্রশংসা করে বলেন, মানবিক কার্যক্রমের বিষয়ে ইসলাম যথেষ্ট নির্দেশনা দিয়েছেন। ব্রুনাই সরকার শরিয়া আইনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করেছেন।