দগলাস সিলভা ঢাকায় এসেছেন শনিবার সকালে। এসেই চলে যান মুন্সিগঞ্জে। কিন্তু নিয়ম হলো বাংলাদেশে আসার পর করোনা নেগেটিভ সার্টিফিকেট পেলেই তখন যে কোন কোচ বা খেলোয়াড় দলের সঙ্গে যোগ দিতে পারবেন। কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। অথচ ব্রাজিলিয়ান কোচ তা করেননি। ব্রাজিল থেকে করোনা সার্টিফিকেট নিয়ে এসেই দলের খেলা দেখতে চলে যান মুন্সিগঞ্জে! এতে তার বিরুদ্ধে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) বেঁধে দেওয়া করোনা বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। সেখান থেকে ম্যাচ কমিশনার তার রিপোর্টে এ কথা উল্লেখও করেছেন।
বাফুফের কম্পিটিশন বিভাগের ম্যানেজার জাবের বিন তাহের আনসারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘শুধু বিদেশ থেকে যে কেউ করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসলেই হবে না। আমাদের এখানে নামার পর সেই কোচ বা খেলোয়াড়কে আবারও করোনা নেগেটিভ হতে হবে। তারপরই সেই বিদেশি কোচ কিংবা খেলোয়াড় দলের সঙ্গে যোগ দিতে পারবেন। কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। সেক্ষেত্রে ব্রাজিলের কোচের বিষয়টি শুনেছি। আমাদের ম্যাচ কমিশনার তার রিপোর্টে সেই বিষয়টি উল্লেখও করেছেন। এখন আমরা রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেবো।’
তবে আরামবাগ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এজাজ জাহাঙ্গীর ব্রাজিলের কোচের বিষয়টি হালকা করেই দেখছেন, ‘আমাদের নতুন কোচ ঢাকায় এসে মুন্সিগঞ্জে গেছেন। সেখানে তিনি গ্যালারিতে বসে খেলা দেখেছেন। আর সে তো ব্রাজিল থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়েই এসেছে। এখন প্রয়োজন পড়লে আমরা ঢাকায় আবারও তার করোনা পরীক্ষা করাবো। সেটা বাফুফেতেও জমা দেবো।’