সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
তাপসের গ্রেফতার প্রসঙ্গে যা বললেন ঐশী | চ্যানেল খুলনা

তাপসের গ্রেফতার প্রসঙ্গে যা বললেন ঐশী

রোববার দিবাগত রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেফতার হন গান বাংলা চ্যানেলের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস। সোমবার উত্তরা পূর্ব থানার পক্ষ থেকে তাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারের বিষয় নিশ্চিত করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কৌশিক হোসেন তাপসকে গ্রেফতারের সংবাদ প্রকাশের পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সংগীত শিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। সেখানে তিনি তাপসকে অরাজনৈতিক হিসেবে দাবি করেছেন।

ঐশী পোস্টে বলেন, ‘তিনি (কৌশিক হোসেন তাপস) তো রাজনৈতিক কেউ ছিলেন না। সাংস্কৃতিক লোককে রাজনৈতিক বানায় দিলেন প্রতিহিংসার জেরে। মিউজিক নিয়ে এত অ্যাগ্রেসিভ কাউকে আমি দেখিনি। বরং মিউজিকের নামে…করতে অনেককেই দেখলাম। সেই মানুষগুলাকে আবার বড় গলায় কথাও বলতে দেখি। সত্যকে জেতাতে চাইলে সঠিক তথ্য বের করে উপস্থাপন করেন মানুষের সামনে, যদি সাহস থাকে। সব রহস্য উন্মোচন করে দেন। সবাই জানুক সত্যটা কী! ভিত্তিহীন মজা তো বহুত নিলেন। আল্লাহর ওয়াস্তে এবার সত্যকে জেতার সুযোগ করে দেন! নাহলে বৈষম্যই তো হইলো। লাভটা কি হইলো তাহলে?’

গায়িকা ঐশী তার সংগীত জীবনে তাপসের অবদানের কথা বিভিন্ন সময় স্বীকার করেছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ছোট জীবনে কত কিছু দেখলাম। অন্যায় করে দিনের পর দিন রাজার হালে পার করতে দেখলাম, আবার নিরপরাধকে কারাগারে যেতেও দেখলাম। আমি তাপস ভাইয়াকে চিনি ঠিক দশ বছর। এই দশ বছরে আমি তাকে শুধু গান নিয়ে বড় বড় স্বপ্ন দেখতে দেখেছি। একা না দেখে মিউজিক ইন্ডাস্ট্রিকে নিয়ে স্বপ্ন দেখতে শিখিয়েছেন তিনি। সম্পূর্ণ নিজ উদ্যোগে সংগীতাঙ্গন বদলানোর ইচ্ছা পোষণ করার মতো পাগলামি কেউ করে? এটাই ওনার ভুল ছিল।’

প্রসঙ্গত, ‘নিজাম উদ্দিন আউলিয়া’, ‘রঙে রঙে দুনিয়া’, ‘দুষ্টু পোলাপাইন’, ‘দুই কূলে সুলতান’-এর মতো গানগুলো দিয়ে শ্রোতামহলে পরিচিতি পেয়েছেন ঐশী। ২০০০ সালে রংপুর শিশু একাডেমিতে গান শেখা শুরু করেন তিনি। ২০০৩ সালে নোয়াখালীতে মুহাম্মদ শরীফ ও পরে হাফিজ উদ্দীন বাহারের কাছে উচ্চাঙ্গ ও নজরুল সংগীতে তালিম নেন। ‘মায়া: দ্য লস্ট মাদার’ সিনেমার ‘মায়া’ গানটির জন্য ২০২০ সালে জাতীয় পুরস্কার পেয়েছেন ঐশী।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

ঈদ মাতাবে কেয়া পায়েলের ডজনখানেক নাটক

সুইসাইড ডিজিজে আক্রান্ত সালমান খান, এই রোগের বৈশিষ্ট্য কী?

বাবা শিখিয়েছেন বিপদে কিভাবে শক্ত থাকতে হয়: সারা

কাজী হায়াতের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, যা বললেন ওমর সানী-ডিপজল

অসভ্যতা করতে এলে মারতে বললেন শ্রাবন্তী

১০ ঘণ্টার ৫ মিলিয়ন ভিউ শাকিব-নুসরাতের ‘চাঁদ মামা’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।