সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
তালার জমির মালিকরা স্বেচ্ছায় ঘের রেজিষ্ট্রি করে দেয় সরদার মশিয়ারকে | চ্যানেল খুলনা

তালার জমির মালিকরা স্বেচ্ছায় ঘের রেজিষ্ট্রি করে দেয় সরদার মশিয়ারকে

তালা অফিসঃ সাতক্ষীরার তালায় ঘেরের জমির হারির টাকা না দিয়ে জোরপূর্বক মৎস্য ঘের করে আসছিল সরদার ফিরোজ আহম্মেদ। তার কাছে হারির টাকা চাইতে গেলেও নানাভাবে হয়রানি করতো জমির মালিকদের। এমনকি বিভিন্ন মামলায় জড়িয়ে দেয়ার হুমকিও দিতো। পরে জমির মালিকরা একত্রিত হয়ে স্বেচ্ছায় তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে পাঁচ বছরের জন্য রেজিষ্ট্রি দলিল করে নলবুনিয়া ঘের ডিড করে দেয়। সেই থেকে সরদার মশিয়ার রহমান শান্তিপূর্নভাবে ঘের পরিচালনা করে আসছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে তালা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন উপজেলার জেয়ালা নলতা গ্রামের নলবুনিয়া মৎস্য ঘেরের জমির মালিকদের পক্ষ থেকে এসব কথা তুলে ধরেন আটারই গ্রামের সরদার বায়তুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি জানান, সম্প্রতি জেয়ালা নলতা গ্রামের লুৎফর নিকারীর মৃত্যুকে কেন্দ্র করে একটি মহল তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাধাপরণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের বিরুদ্ধে ১২০ বিঘা মৎস্য ঘের দখলের অভিযোগ আনে একটি মহল। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করে তিনি বলেন, এটি সরদার মশিয়ার রহমানের সুনাম নষ্ট করার বহিঃপ্রকাশমাত্র।
তিনি অভিযোগ করে বলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার ফিরোজ আহম্মেদ জমির মালিকদের হারির টাকা না দিয়ে জোরপূর্বক নলবুনিয়া মৎস্য ঘেরটি করছিলেন। জমির মালিকরা ঘেরের হারির টাকা চাইতে গেলে ক্ষমতা অপব্যবহার করে নানাভাবে হয়রানিসহ কয়েক জনকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকিও দিয়েছিলেন সরদার ফিরোজ আহম্মেদ। শুধু তিনি নয়, তার ঘেরের ম্যানেজার রবিউল গাজী ঘের মালিকের পক্ষ নিয়ে নানাভাবে জমির মালিকদের হয়রানি করতো।
এ সময় তিনি আরও জানান, নলবুনিয়া ঘেরের জমিই তাদের একমাত্র সম্বল। কিন্তু হারির টাকা না পাওয়ায় কষ্টের মধ্যে দিনযাপন করতে হয়েছে তাদের। আজও পূর্বের ঘের মালিক সরদার ফিরোজ আহম্মেদের কাছ থেকে হারির টাকা বুঝে পায়নি অনেকে। অবশেষে কোন উপায় না পেয়ে ২০১৯ সালের ২৭ জুন জমির মালিকরা সরদার মশিয়ারকে পাঁচ বছরের জন্য রেজিষ্ট্রি করে দিয়েছেন। সেই থেকে তিনি সুষ্ঠুভাবে হারির টাকা পরিশোধ করে মৎস্য ঘের পরিচালনা করে আসছেন।
তিনি অভিযোগ করে আরও বলেন, সম্প্রতি লুৎফর নিকারীর মৃত্যুকে কেন্দ্র করে তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে অবৈধ দখলদার,সন্ত্রাসী কর্মকান্ডসহ নানাবিধ অভিযোগ এনে বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশ করা হয়েছে। কিন্তু সরদার মশিয়ার রহমান ঘের দখল কিংবা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত নয়। রাজনীতি থেকে সরাতে একটি মহল এসব ষড়যন্ত্র করছে। পূর্বের জবরদখলকারী ঘের মালিক সরদার ফিরোজ আহমেদ নানাভাবে সরদার মশিয়ারকে নিয়ে হয়রানির পাশাপাশি অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমরা এসব ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এ সময় পূর্বের ঘের মালিক সরদার ফিরোজ আহম্মদের কাছে পাওনা হারির টাকার পেতে প্রশাসনের জরুরী হস্তেক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার ফিরোজ আহম্মেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা চেষ্টা করেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
উক্ত সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন নলবুনিয়া মৎস্য ঘেরে জমির মালিক হাজরাকাটি গ্রামের আলহাজ্জ্ব আব্দুল ছাত্তার সরদার, হাবিবুর রহমান সরদার, সেকেন্দার আবু জাফর বাবু, আটরই গ্রামের মতলেব শেখ, রফিকুল ইসলাম, মাসুম সরদার, ওবায়দুল সরদার, মিজানুর রহমানসহ অর্ধশতাধিক জমির মালিক।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মোবাইল দোকান থেকে ৬৫টি স্মার্টফোন চুরি

তালায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তালায় র‌্যালি

জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে সাতক্ষীরায় সংলাপ

তালায় উপসচিব পদে সকল কোটার অবসান দাবিতে মানববন্ধন

তালায় দুই লাখ টাকার আট দলীয় মেগা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।