সেলিম হায়দারঃ সাতক্ষীরার তালায় লবনাক্ত সহনশীল আলুর জাত সম্প্রাসারণ কর্মসূচির উপর মাঠ দিবস ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জার্মান সরকাররের অর্থায়নে,বেসরকারী সাহায্যসেবী
প্রতিষ্ঠান প্রদীপনের বাস্তবায়নে এবং বাংলাদেশ কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের সহযোগিতায় শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তালা উপজেলার মহান্দী
গ্রামে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ ড:
শফিউর রহমান। প্রদীপনের প্রজেক্ট অফিসার কৃষিবিদ দুর্গাপদ সরকারের সঞ্চালনায় বক্তব্য
রাখেন, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার পরিতোষ কুমার বিশ্বাস,সুকুমার
রায়,এসমোতারা সেতু,তালা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার,
প্রদীপনের মাঠ সহকারী জয়ন্ত দেবনাথ,কৃষক আব্দুল রশিদ সরদার,মহসিন প্রমুখ। এসময়
সি আই পি কৃষক ও কৃষাণী আলুর উত্তোলন করে মাঠ দিবসের এ আয়োজন বলে
জানানো হয়। বারী ৭২, ৭৮ জাতের আলু ৪.৫ শতাংশ জমিতে ১৪৬ কেজি উৎপাদন হয়েছে
বলে অনুষ্ঠানে জানানো হয়।