তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় অসহায় মজিবর রহমান শেখের বসত বাড়ীর রান্নাঘর দখল ও ভাংচুর করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত বুধবার (৫ আগষ্ট ) সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনি গ্রামে। এঘটনায় অসহায় মজিবর শেখ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সুবিচার পাইবার জন্য লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে জানাযায়,বুধবার সকালে একই এলাকার মৃত কাসেম সরদারের ছেলে মনজুরুল সরদারের নেতৃত্বে আয়েন আলী সরদারের ছেলে রওশন আলী সরদার, রুহুল সরদার ও রওশন আলী সরদারের ছেলে সালাম সরদার,সেলিম সরদারগংরা বাড়ীতে প্রবেশ করে জোরপূর্বক ভাবে বসত বাড়ী ভাংচুর করে। এসময় মজিবর রহমান বাঁধা দিলে তাকে জীবন নাশের হুমকি প্রদর্শন করে। এসময় তার রান্নাঘর ভেঙ্গে মাঝ বরাবর জোরপূর্বক ভাবে একটি পথ তৈরি করে নেয়। এঘটনায় অসহায় দিন মজুর মজিবর রহমান শেখ সুবিচার পাইবার জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।