তালা অফিসঃ সাতক্ষীরার তালায় তিন মাদকসেবীকে একবছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হল, উপজেলার এনায়েতপুর গ্রামের গফ্ফার শেখের ছেলে তুহিন শেখ (২৫) খলিষখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (২০) ও মৃত তোফাজ্জেল বিশ্বাসের ছেলে সেলিম হোসেন (২৩)।
খলিষখালী ক্যাম্পের ইনচার্জ এস আই নিখিল বিশ্বাস জানান, শুক্রবার রাতে তুহিন, রাশেদুল ও সেলিমকে খলিষখালী বাজার সংলগ্ন পল্লীমঙ্গলের মাঠ থেকে গাঁজাসহ আটক করা হয়। শনিবার তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যকে একবছরের বিনাশ্রম কারদন্ড প্রদান করেন।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।