চ্যানেল খুলনা ডেস্কঃ লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র ছাড়া ইট পোড়ানোর অপরাধে সাতক্ষীরা তালায় নিউ রাণী ব্রিকস’র মোবাইল কোট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক এমএম মোস্তফা কামালের নির্দেশে বৃহস্পতিবার তালার ইসলামকাটি মোড়ে অবস্থিত নিউ রাণী ব্রিকস’র মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক।
জানাযায়,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর আলোকে লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র ছাড়া ইট পোড়ানোর অপরাধে নিউ রাণী ব্রিকস’র ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেয়া হয়।