তালা অফিসঃ সাতক্ষীরা তালা সদর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি আব্দুল রশিদ মোড়ল (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে তিনটার দিকে তালা হাসপাতালে মারা যান। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। দুপুরে জানাযা নামায শেষে খানপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
রশিদ মোড়ল শনিবার হঠাৎ অসুস্থ হলে তাঁকে তালা হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি। আব্দুল রশিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা বিএনপি সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যাক্ষ সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন,মির্জা আতিয়ার রহমানসহ রাজনৈতিক ব্যাক্তি।