সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
তা’লীমুল মিল্লাত ফাযিল মাদরাসা গোল্ডেন জুবিলী উপলক্ষে ১৯মার্চ দিনব্যাপী কর্মসূচি | চ্যানেল খুলনা

তা’লীমুল মিল্লাত ফাযিল মাদরাসা গোল্ডেন জুবিলী উপলক্ষে ১৯মার্চ দিনব্যাপী কর্মসূচি

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা খানজাহান নগরস্থ তা’লীমুল মিল্লাত ফাযিল মাদরাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৯ মার্চ শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ওইদিন সকালে মাদরাসা মসজিদে একশ’ খতম কুরআন তেলাওয়াত উপলক্ষে দোয়া মাহফিল, প্রতিষ্ঠাতা আলহাজ¦ আব্দুল আজিজ খালাসির কবর জিয়ারত ও র‌্যালীর মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকছে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান এবং বিকেলে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন তিলাওয়াত, হামদ, নাত, ইসলামি ও দেশাত্ববোধক গান এবং প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণমূলক আলোচনা। রাতে বিশেষ আকর্ষণে থাকছে কলরব শিল্পী গোষ্ঠীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামী ১৯ মার্চের অনুষ্ঠানকে সামনে রেখে গোল্ডেন জুবিলি ও রি-ইউনিয়ন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে বিশেষ স্মরণিকা প্রকাশ হচ্ছে। এতে বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গের বাণী ছাড়াও স্বনামধন্য লেখকদের স্মৃতিচারণমূলক লেখা থাকছে। স্মরণিকার অগ্রগতি নিয়ে বাস্তবায়ন কমিটি ও স্মরণিকা উপ-কমিটির প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়।
বাস্তবায়ন কমিটির আহবায়ক ও মাদরাসা গভর্ণিং বডির দাতা সদস্য আলহাজ¦ এমদাদুল হক খালাসীর সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন, অধ্যক্ষ মাওলানা এএফএম নাজমুস সউদ, উপাধ্যক্ষ মাওলানা আবুবকর সিদ্দীক, অধ্যাপক রেজাউল করিম খান, মাওলানা নুরুল ইসলাম, আজিজুর রহমান, মো: আব্দুল্লাহ, ইকবাল হোসেন, আ: রাজ্জাক, মুহা: ছফির উদ্দীন, মিনজুরা ফেরদৌসী, জাফর সাদিক, এইচ এম আলাউদ্দিন, মুহা: মনিরুজ্জামান, মো: মিরাজুল ইসলাম প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ১৯ মার্চ সকাল থেকে মাদরাসা ময়দানে দিনব্যাপী অনুষ্ঠানমালার গুণীজন সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং গেষ্ট অব অনার থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ সেখ সালাহউদ্দিন জুয়েল। এসময় প্রধান বক্তা থাকবেন ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ(আহসান সাইয়েদ) এবং সভাপতিত্ব করবেন খুলনার জেলা প্রশাসক ও মাদরাসা গভর্ণিং বডির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন।-বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

মহানগর বিএনপি নেতা জহর মীরের মৃত্যুতে শোক

খুলনা সকল থানার ওসিকে অপসারণ চেয়ে বিএনপির ২৪ ঘন্টার আল্টিমেটাম

খুবি উপাচার্যের সাথে কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

খুলনা ডিসি অফিসের সামনে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি

খুলনায় নভোথিয়েটার, জিয়া হল ও আধুনিক কসাইখানা প্রকল্প বাস্তবায়নের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।