২২ অক্টোবর খুলনায় অনুষ্ঠিত বিভাগীয় মহাসমাবেশ পরবর্তী মিথ্যা মামলায় খুলনা বিএনপির সাবেক নেতৃবৃন্দের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। দৌলতপুর থানার মামলা নং- ১২ ও ১৩ এবং সোনাডাঙ্গা থানার মামলা নং- ১৬ নেতৃবৃন্দ এ জামিন লাভ করেন।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি আমিনুল ইসলাম এর দ্বৈত বেঞ্চে অনুষ্ঠিত জামিন শুনানিতে অংশগ্রহণ করেন সাবেক এটর্ণি জেনারেল সিনিয়র আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল। সহায়তা করেন এ্যাড. আনিছুর রহমানসহ উল্লেখযোগ্য সংখ্যক আইনজীবী। আদালতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. তারিকুল ইসলাম। জামিনপ্রাপ্তরা হলেন, দৌলতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফ খান ও ৩নং ওয়ার্ড বিএনপির নেতা মো. ডালিম।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর খুলনায় অনুষ্ঠিত বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশে বাঁধাদানের অসৎ উদ্দেশ্যে সরকারি দলের সন্ত্রাসীরা সারা শহরে তান্ডবের রাজত্ব কায়েম করে। তারা একাধিক স্থানে হামলা, বিএনপির একাধিক কার্যালয় ভাঙচুর অগ্নিসংযোগ, শত শত নেতাকর্মীদের আহত করে। অথচ উল্টো বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানির জন্য তাদের নামে মামলা দায়ের করে।