সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সাথে খুবির এমওইউ স্বাক্ষর | চ্যানেল খুলনা

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সাথে খুবির এমওইউ স্বাক্ষর

শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে তুরস্কের চানাক্কালে অনসেকিজ মার্ট ইউনিভার্সিটির সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভার্চ্যুয়ালি এই এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম ও চানাক্কালে অনসেকিজ মার্ট ইউনিভার্সিটির পক্ষে রেক্টর প্রফেসর ড. রমজান কুনেট এরেনোগ্লু এমওইউতে স্বাক্ষর করেন। পরে স্বাক্ষরিত এমওইউ’র কপি ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত হয়।

এমওইউ স্বাক্ষর উপলক্ষ্যে খুুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত এই এমওইউর মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা ও গবেষণার মানোন্নয়নের পথ আরও সুগম হলো। আমি আশা করি, এমওইউ অনুযায়ী দুটি বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতামূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হবে এবং ভবিষ্যতে আরও নতুন নতুন ক্ষেত্রে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।

স্বাগত বক্তব্যে দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান খুুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রগতি, সম্ভাব্যক্ষেত্র এবং সামগ্রিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক কোলাবরেশনের দিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থানগত কারণ এবং বিষয়ের বৈচিত্র্যতা এ বিশ্ববিদ্যালয়কে বহুমুখী জ্ঞান অর্জন ও গবেষণামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি আদর্শ বিদ্যাপীঠে পরিণত করেছে। তিনি স্বাক্ষরিত এই এমওইউ’র মাধ্যমে দুটি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতামূলক সম্পর্কোন্নয়নে গুরুত্বারোপ করেন।

এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান কবীর, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান, শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইমদাদুল হক, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোঃ সানাউল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুুষ্ঠানে আরও বক্তৃতা করেন এমওইউ’র খুলনা বিশ্ববিদ্যালয়ের ফোকাল পার্সন সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ড. মোঃ তারেক বিন সালাম, চানাক্কালে অনসেকিজ মার্ট ইউনিভার্সিটির ফোকাল পার্সন সহকারী অধ্যাপক ড. গিজেম আকসু ও সহকারী অধ্যাপক ড. সেফা আকসু। চানাক্কালে অনসেকিজ মার্ট ইউনিভার্সিটির পক্ষে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল অফিসের পরিচালক ড. এমরাহ। এ সময় সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত এমওইউতে শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীদের মোবিলিটি প্রোগ্রাম, যৌথ গবেষণা কার্যক্রম, যৌথ সায়েন্টিফিক পাবলিকেশন এবং যৌথ সেমিনার, কনফারেন্স ও প্রজেক্টের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটের আসন্ন ভর্তি পরীক্ষা সুসম্পন্ন করার জন্য সবাইকে সহযোগিতা করার আহবান : ভিসি কুয়েট

খুবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি প্যানেল বিলুপ্ত ঘোষণা

মাল্টিডিসিপ্লিনারি ও ইমপ্যাক্টফুল গবেষণার প্রতি গুরুত্ব দিতে হবে : উপাচার্য

কুয়েটে দুইদিন ব্যাপী ‘বিট ফেস্ট-২০২৫’ অনুষ্ঠিত

কুয়েটে ‘রাইটিং এটিএফ-সাব প্রজেক্ট প্রপোজাল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সাথে খুবির এমওইউ স্বাক্ষর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।