সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
তেরখাদার ছাগলাদাহ ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ | চ্যানেল খুলনা

খুলনায় জেলা ছাত্রলীগ নেতার সংবাদ সম্মেলন

তেরখাদার ছাগলাদাহ ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ

অনলাইন ডেস্কঃতেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউপি চেয়ারম্যান ও বার বার রাজনৈতিক দল বদলকারী কথিত নেতা এস এম দীন ইসলামের সীমাহীন দুর্নীতি, গরীবের অর্থ আত্মসাৎ, সরকারি প্রকল্প লুটপাট করে অতি অল্পদিনে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়াসহ বহুবিধ অনিয়মের বিরুদ্ধে গতকাল সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সদস্য ও ইছামতি গ্রামের বাসিন্দা কাজী তরিকুল ইসলাম তরু। লিখিত বক্তব্যে তিনি বলেন, ছাগলাদাহ ইউপি চেয়ারম্যান এস এম দীন ইসলাম পৈত্রিক সূত্রে মাত্র ২বিঘা জমির মালিক ছিলেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে মাত্র ৭/৮ বছরের ব্যবধানে বাড়ি, গাড়ি, জমাজমি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানসহ কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। তিনি অগণিত প্রকল্প লুটপাট করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। যারা তার মুখোশ উন্মোচন করতে চান তাদেরকে তিনি বিভিন্ন কৌশলে দমন করার অপচেষ্টা চালাচ্ছেন। মাত্র ৭/৮বছর আগে যার বসবাসের টিনের ঘর দিয়ে পানি পড়ত, সেই ঘর এখন হয়েছে রাজ প্রাসাদ। দ্বিতল ভবনের বাইরে ভিতরে টাইলস্ এবং প্রত্যেক রুমে এখন এসি স্থাপন করা হয়েছে। শুধু গরীবের টাকা লুন্ঠনই নয় সরকারি টাকা লুট করে তিনি কালো টাকার মালিক হয়েছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
তরিকুল বলেন, উক্ত ইউপি চেয়ারম্যান ২০১৩ সালে এল জি এস পি প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগে সাময়িক বরখাস্ত হন। তার বিরুদ্ধে এলজিএসপির ৩০ লাখ টাকা ভূয়া প্রকল্প দেখিয়ে সরকারি টাকা আত্মসাৎ, ৪০দিনের কর্মসৃজন কর্মসূচি প্রকল্প থেকে ২৫ লাখ টাকা এবং কাবিটা প্রকল্পে ভূয়া প্রকল্প কমিটি দেখিয়ে অর্থ আত্মসাৎ, ছাগলাদাহ ইউনিয়নে বেড়িবাধ নির্মাণের নামে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এমনকি ওই চেয়ারম্যান সম্প্রতি ভিজিডি কার্ডধারী হিন্দু কুশলা এলাকার সালেহা বেগম এবং ধানখালি এলকার সেতারা বেগমসহ বহু কার্ডধারীর জমাকৃত ৬হাজার টাকা থেকে মাত্র ১৬শ’ টাকা করে ফেরত দিয়েছেন। বাকী ৪৪শ’ টাকা লোপাট করেছেন। তিনি জমি আছে ঘর নেই প্রকল্পে ঘর দেয়ার জন্য জুনারী গ্রামের দীন ইসলামের নিকট থেকে ৪০হাজার, বাদশা শেখ এর নিকট থেকে ৩০হাজার, জাকির তালুকদারের নিকট থেকে ৩০হাজারসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকদের কাছ থেকে ঘর দেয়া বাবদ টাকা নিয়েছেন বলেও অভিযোগ করা হয়। কিন্তু ঘর, টাকা কিছুই ফেরত দেয়া হয়নি। তিনি খুলনা কেডিএ’র ময়ূরী প্রকল্পে ৩কাঠার একটি প্লট কিনেছেন যার মূল্য ২৭লাখ ৫০হাজার টাকা, তেরখাদা সদরে ৮কাঠা জমিসহ তেরখাদার বিভিন্ন বিলে প্রায় কয়েক কোটি টাকার সম্পদ কিনেছেন। শুধু জমি কিনেই ক্ষান্ত হননি, তেরখাদা সুপার মার্কেটে ৩৫ লাখ টাকা দিয়ে ৩টি দোকান, কুমিরডাঙ্গা বাজারে সরকারি জমি দখল করে দুইটি, ছাগলাদাহ বাজারে নিজ নামে মার্কেট, মসুন্দিয়া বাজারে সরকারি জমি দখল করে পাকা বিল্ডিং,ইছামতি বাজারে সরকারি ভূমিতে ৭লাখ টাকা ব্যয়ে বিল্ডিং এবং ৭০লাখ টাকা ব্যয়ে ঢাকায় একটি ফ্লাট কিনেছেন । তিনি জোর পূর্বক ছাগলাদাহ ইউনিয়ন আদিল উদ্দিন স্মরণিক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে কয়েক দফা সভাপতি হওয়ার সুবাদে নিয়োগ বানিজ্য করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন এমন অভিযোগও আনা হয়।
এভাবে আরও নানা দুর্নীতি অনিয়মের অভিযোগ করা হয় উক্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ব্যাপারে তিনি দলীয় নেতাদের পাশাপাশি দুদকসহ অন্যান্য সংস্থার সহযোগিতা কামনা করেন। কেননা এতে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন, খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার, খান মোহাম্মদ আলী,বীর মুক্তিযোদ্ধা ও অবঃ কাস্টমস কর্মকতা শেখ মনিরুজ্জামান মনি, ছাগলাদাহ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শেখ মফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান শেখ কামরুজ্জামান অলিচ, আওয়ামীলীগ নেতা লস্কর মোঃ মনিরুজ্জামান।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

নতুন নিয়ম, সর্বোচ্চ তিনবার দেওয়া যাবে বিসিএস পরীক্ষা

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

দুর্গা প্রতিমা ভাঙচুর, কলেজ ছাত্রলীগ সভাপতির ভাই গ্রেফতার

পার্বত্য চট্টগ্রামে উত্তেজনাকর পরিস্থিতির বর্ণনা দিল আইএসপিআর

পাইকগাছায় বাঁধ ভেঙে প্লাবিত ১৩ গ্রাম

সারাদেশে বন্যায় ৪ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।