সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
তেরখাদায় মোটা অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে | চ্যানেল খুলনা

নলকূপ দেবার প্রতিশ্র“তি দিয়ে

তেরখাদায় মোটা অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে

চ্যানেল খুলনা ডেস্কঃতেরখাদা উপজেলায় গভীর নলকূপ দেবার প্রতিশ্র“তি দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক জনপ্রতিনিধি ও তার আত্মীয়-স্বজনদের বিরুদ্ধে। গতকাল শনিবার উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় মাইকিং করে নলকূপ স্থাপনের জন্য কোন অর্থ লেনদেন না করতে জনসাধারণকে অবহিত করা হয়। এর আগে গত শুক্রবার বাদ জুম্মা মসজিদে মসজিদে ইমামদের মাধ্যমেও অনুরূপ জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণা চালায় উপজেলা প্রশাসন।
প্রতারণার শিকার একাধিক ব্যক্তি জানান, সুপেয় পানির গভীর নলকূপ দেয়ার প্রতিশ্র“তি দিয়ে এক জনপ্রতিনিধি তার লোকজন সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। তার প্রতিশ্র“ত সময় পার হলেও নলকূপ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতারিতরা। তারা জানান, সরকারি নলকূপ নিতে ৭ হাজার টাকা জমা দেবার নিয়ম রয়েছে তবে উক্ত জনপ্রতিনিধি সাধারণ মানুষকে নলকূপ দেবার কথা দিয়ে ১০ থেকে ১৫ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে। উপজেলায় অন্তত শতাধিক ব্যক্তির কাছ থেকে এ অর্থ নেয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর প্রচেষ্টায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে আড়াই হাজার গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রস্তাবটি এখন অর্থ মন্ত্রণালয়ে রয়েছে। এটাকে পুঁজি করে উপজেলা পরিষদের একজন প্রতিনিধি ও তার পরিবারের সদস্যরা সাধারণ মানুষকে নলকূপ নেবার প্রতিশ্র“তি দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় আ’লীগের শীর্ষ নেতাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ মিলন ফকির জানান, সরকারি নলকূপ নিতে অবৈধ অর্থ লেনদেনের কোন সুযোগ নেই। নলকূপ বরাদ্দ পেলে রাষ্ট্রীয় কোষাগারে সাত হাজার টাকা জমা দিতে হয়। এর বাইরে কোন আর্থিক লেনদেন গ্রহণ যোগ্য নয়।
অভিযোগের সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে নলকূপ দেবার প্রতিশ্র“তি দিয়ে এক জনপ্রতিনিধি ও তার পরিবারের সদস্যরা সাড়ে ৭ হাজার থেকে ১০/১৫ হাজার টাকা করে নিচ্ছে বলে অভিযোগ শুনেছি। অভিযোগ পাওয়ার সাথে সাথে উপজেলার মসজিদে মসজিদে ইমামদের মাধ্যমে জুম্মাবাদ প্রতারক থেকে সাবধান হতে জনসচেতনতামূলক প্রচার করা হয়। এছাড়া শনিবার উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে।

Your Promo BD

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

দৈনিক খুলনা টাইমস পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাষ্ট্রপক্ষের আবেদনে ২ দিন পেছাল মির্জা ফখরুলের জামিন শুনানি

তিনটি আসনের মনোনয়ন কিনেছেন সাকিব আল হাসান

‘সাংবাদিকরা যুক্তরাষ্ট্রকে আমাদের ডোমেস্টিক ইস্যুতে ইনভলভ করে’

‘আমাকে নিয়েন না ভাই, আমার মা-ছেলে অসুস্থ’

জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।