চ্যানেল খুলনা ডেস্কঃতেরখাদা উপজেলার জয়সেনা বাজারের কানিজ মেডিকেল হল নামক ফার্মেসীর মালিক বিপ্লব মোল্লার বাড়ী থেকে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) (ইউএনও’র চলতি দায়িত্ব) ইরুফা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে বিপ্লব মোল্লাকে আটক করে পুলিশ। সর্বশেষ খবরে যানা গেছে ভ্রাম্যমান আদালত তাকে ২ মাসের জেল দিয়েছে। বিপ্লবের পিতা ইসরাইল মোল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে দীর্ঘদিন চাকুরি করেছেন। বর্তমানে তিনি অবসরে আছেন।
পুলিশের জানান, গতকাল শুক্রবার বিকেলে তেরখাদার জয়সেনা বাজারের কানিজ মেডিকেল হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার নেতৃত্বে অভিযান পরিচালনা করে বেশকিছু বিক্রয় নিষিদ্ধ সরকারি দামী ওষুধ জব্দ করা হয়। পরে ফার্মেসী মালিক বিপ্লব মোল্লাকে সাথে নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে শয়ন কক্ষের বিছানার তলা থেকে তিন লক্ষাধিক টাকা মুল্যের দুই বস্তা সরকারি ওষুধ জব্দ করা হয়।
ইউএনও (চলতি) ইরুফা সুলতানা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কানিজ মেডিকেল হলের মালিক বিপ্লব মোল্লার বাড়ি থেকে তিন লক্ষাধিক টাকা মুল্যের সরকারি ওষুধ জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। তিনি বলেন, এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার কল্যাণ কুমার কুন্ডুর ব্যবহৃত মোবাইলে (গত রাত ৭টা ২০মিনিটে) কল দিলে সাংবাদিক পরিচয় পেয়ে কথা বলতে রাজি হননি।