সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
তেলিগাতী-রংপুরে খুলনা-মোংলা রেলওয়ের প্রকল্পের ব্রীজ নির্মাণে যাতায়াতে বিকল্প ব্যবস্থার দাবি | চ্যানেল খুলনা

গ্রামবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা

তেলিগাতী-রংপুরে খুলনা-মোংলা রেলওয়ের প্রকল্পের ব্রীজ নির্মাণে যাতায়াতে বিকল্প ব্যবস্থার দাবি

চ্যানেল খুলনা ডেস্কঃতেলিগাতী-রংপুরের একমাত্র সংযোগ সড়কের বরইতলা ঘাট এলাকায় খুলনা-মোংলা রেলওয়ের প্রকল্পের ব্রীজ নির্মাণের মাধ্যমে সরকারি সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে গতকাল শনিবার বিকেল ৫টায় বরইতলা ঘাট ব্রীজের নিজে রংপুর-তেলিগাতী গ্রামবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় এলাকাবাসী বলেন, খুলনা-মংলা রেলওয়ে প্রকল্পে রংপুরের সাথে তেলিগাতীর একমাত্র সড়কের বরইতলা ঘাট সংলগ্নে যাতায়াতের বিকল্প ব্যবস্থা না করে ব্রীজ নির্মাণ করায় এ সকল অঞ্চলের মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। একই সাথে রংপুরের হাজার হাজার মানুষের শহরে আসা বন্ধ হয়ে গেছে এবং তেলিগাতী তথা যোগীপোল ইউনিয়নের মানুষের কৃষি কাজ ও মাছের চাষসহ সকল ধরনের চাষাবাদ বন্ধ হয়ে যাওয়ার দুই গ্রামের হাজার হাজার মানুষ চরম বিপদে পড়েছে। সভায় যাতায়াতের সমস্যার দ্রুত সমাধানে বিকল্প ব্যবস্থার দাবি জানিয়ে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। আওয়ামী লীগ নেতা কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, ১২নং রংপুর ইউনিয়নের চেয়ারম্যান রাম প্রসাদ জোদ্দার, যোগীপোল ১নং ওয়ার্ড মেম্বর কাজী শহিদুল ইসলাম পিটো, ২নং ওয়ার্ড মেম্বর জি এম এনামুল কবির, মহিলা মেম্বর মোছাঃ
মাহফুজা খাতুন, রংপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আশীষ কবিরাজ, রংপুর ইউনিয়নের মেম্বর নির্ঝর সরকার। ফকির মোকছেদ আলীর পরিচালনায় বক্তৃতা করেন আলহাজ্জ সরদার, আজগর আলী, সরদার শফিকুল ইসলাম, আম্বিয়া বেগম, অম্বিকা রাণী মন্ডল, শেখ আব্দুল কাদের, থানা আওয়ামী লীগ নেতা কাজী জাকারিয়া রিপন, লিয়াকত মুন্সি, মোঃ আহসান কবির লাভলু, মোঃ নাজমুল জোয়াদ্দার বক্তৃতা করেন।

Your Promo BD

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

দৈনিক খুলনা টাইমস পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাষ্ট্রপক্ষের আবেদনে ২ দিন পেছাল মির্জা ফখরুলের জামিন শুনানি

তিনটি আসনের মনোনয়ন কিনেছেন সাকিব আল হাসান

‘সাংবাদিকরা যুক্তরাষ্ট্রকে আমাদের ডোমেস্টিক ইস্যুতে ইনভলভ করে’

‘আমাকে নিয়েন না ভাই, আমার মা-ছেলে অসুস্থ’

জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।