সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
দলিল লেখক জাকির হত্যা মামলায় বাহাউদ্দীন দু’দিনের রিমাণ্ডে | চ্যানেল খুলনা

দলিল লেখক জাকির হত্যা মামলায় বাহাউদ্দীন দু’দিনের রিমাণ্ডে

বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় নেতা খান মোঃ জাকির হোসেন হত্যা মামলার সন্দেহভাজন অর্থযোগানদাতা ও পরিকল্পনাকারী মোঃ বাহাউদ্দিন খন্দকার (৪৮) কে আদালত দু’ দিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
বৃহস্পতিবার (১০ মার্চ) শুনানী শেষে এ আদেশ দেয় আদালত। সে মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন মোল্লা (৬৭) হত্যা মামলারও আসামি। এই মামলার আরেক আসামি মোঃ রাজা শেখ (৪৫) কে সম্প্রতি সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। ওই খুনের সাথেও বাহাউদ্দিন জড়িত থাকতে পারে বলে পুলিশ সন্দেহ করছে।

খুলনার ডিসি ও এসপি অফিসের নিকটতম দূরত্বের কেসিসি মার্কেট অভ্যন্তরে সংঘটিত ওই হত্যাকা-ের প্রায় ১০ বছর পর গত ৭ মার্চ রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই এর একটি টিম সোনাডাঙ্গা থানাধীন বয়রা এলাকার মৌ মার্কেটের দ্বিতীয়তলা থেকে তাকে গ্রেফতার করে। আসামি বাহাউদ্দিন হরিনটানা থানা এলাকার রায়েরমহল বাউন্ডারি রোডের বাসিন্দা। তিনি ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক। এর আগে মুক্তিযোদ্ধা শাহাদাত হত্যা মামলায় সে গ্রেফতার হওয়ার পর কর্তৃপক্ষ দলিল লেখক সমিতিতে তারা সনদপত্র স্থগিত করেন। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে ছয় মাসের জন্য ওই স্থগিতাদেশ স্থগিত হয়। আগামী ১২ মার্চ আদালতের স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে বলে খুলনা জেলা রেজিস্ট্রার দ্বীপক কুমার সরকার জানিয়েছেন।
তিনি বলেন, শনিবারের পর থেকে বাহাউদ্দিনের দলিল লেখার সনদপত্রর স্থগিতাদেশ বহাল হচ্ছে। যেহেতু পূর্বের স্থগিতাদেশ পুণরায় কার্যকর হচ্ছে, সেহেতু জাকির হত্যা মামলায় গ্রেফতার জনিত কারণে নতুন করে তার সনদপত্র স্থগিত করার প্রয়োজন পড়ছে না।
পরিকল্পিত এই খুনের মূল রহস্য উদঘাটন, ঘাতকদের ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার এবং ভাড়াটে সন্ত্রাসীদের নাম-ঠিকানা সংগ্রহ করে গ্রেফতারের চেষ্টায় তদন্ত কর্মকর্তা (আইও) এসআই পলাশ চন্দ্র রায় আসামিকে সাত দিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে রিমা- আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। আসামি পক্ষের আইনজীবীরা রিমা- না- মঞ্জুরের আবেদন করে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে অতিরিক্ত চীফ মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেট সুমি আহমেদ আসামির দু’ দিনের রিমা- মঞ্জুর করেন।

(আইও) পিবিআই উপ-পরিদর্শক পলাশ চন্দ্র রায় বলেন, আগামী সোমবার বাহাউদ্দিনকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে পিবিআই কার্যালয়ে আনা হবে। ইতোমধ্যে ৯জন আসামীকে গ্রেফতার করা হয় বিভিন্ন সময়ে। তারা সবাই জামিনে আছে। নিবিড়ভাবে তদন্ত কাজ চলছে। সহসাই হত্যাকা-ে জড়িত অন্য আসামিদের গ্রেফতার হওয়ার সম্ভাবনা আছে।

গত ৮ মার্চ অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে পিবিআই খুলনা জেলা পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, আসামি বাহাউদ্দিন এ হত্যাকা-ের মাস্টারমাইন্ড। মোটা অংকের অর্থের বিনিময়ে সে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে জাকিরকে খুন করায়।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

অজ্ঞান পার্টির খপ্পরে ফকিরহাটের এক সাংবাদিকের ছেলে

খুলনায় সন্ত্রাসী হাড্ডি সাগর গ্রেপ্তার

দুই মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

ছাত্রলীগের সাবেক নেত্রী নদীসহ চার জন রিমান্ডে

১৪ দিনের রিমান্ডে ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা আল্লু অর্জুন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।