খবর বিজ্ঞপ্তি:: উদ্ভুত করোনা পরিস্থিতি ও আম্পানে বিপর্যস্ত খুলনার দাকোপে গরীব বর্গাচাষীদের মাঝে ৭০০ কেজি বীজধান (বিআর ২৩) বিতরণ করা হয়েছে। সরকারি ব্রজলাল কলেজ,খুলনা’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও করোনায় স্বেচ্ছাসেবী মেহেদী হাসান শেখ এর উদ্যোগে গতকাল দাকোপের বাজুয়া ডায়মন্ড ক্লাবে ৭০ জন কৃষকের মাঝে এ বীজধান বিতরণ করা হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেহেদী হাসান শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা – বাগেরহাটের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকোট গ্লোরিয়া ঝর্ণা সরকার।
মেহেদী হাসান শেখ বলেন খুলনার শস্যভাণ্ডার খ্যাত দাকোপের গরীব কৃষকের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে।আশাকরি এ উদ্যোগ করোনায় কর্মহীন কৃষকের উপকারে আসবে এবং দেশের খাদ্য চাহিদা মেটাতে ভূমিকা রাখবে।অশেষ কৃতজ্ঞতা সাবেক সচিব,একজন বড় মানবিক হৃদয়ের মানুষ ড. নমিতা হালদার এনডিসি’র প্রতি যিনি দেশের এই ক্রান্তুিকালে আমাদের এসব উদ্যোগের সাথে অর্থ সহায়তা দিয়ে যুক্ত হয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি বলেন আমার দাকোপ কৃষিবান্ধব এলাকা।এখানে মাটিতে সোনা ফলে।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হল দেশের এক ইঞ্চি মাটিও যেন অনাবাদী পরে না থাকে।গরীব কৃষকের পাশে দাঁড়ানোর জন্য এ উদ্যোগ গ্রহণকারী সরকারি ব্রজলাল কলেজের প্রভাষক মেহেদী হাসান শেখকে ধন্যবাদ জানাই।
বীজ সহায়তা পাওয়া তিলডাঙ্গা ইউনিয়নের কৃষক গাজী আতিয়ার রহমান বলেন, আমরা গরীব কৃষক।এরকম সহায়তা পেলে আমাদের কষ্ট থাকবেনা।আমাদের পাশে আপনারা এগিয়ে আসছেন আল্লাহ আপনাদের ভালো করুক।