খুলনার দাকোপে প্রধানমন্ত্রীর উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বেলা ১২টায় বানিশান্তা ইউনিয়ন পরিষদ ও ৩০০ একর ফসলী জমি রক্ষা কমিটির যৌথ উদ্যোগে বানিশান্তা বাজার মন্দির মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। বানিশান্তা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি সুদেব কুমার রায় সভায় সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথির বক্তব্যদেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথির বক্তব্যদেন হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, পিএসএফ এর পরিচালক নমিতা হালদার (এনডিসি), দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন। মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের সাবেক সচিব মোঃ আব্দুল মান্নান, প্রধানমন্ত্রীর এসাইমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি), খুলনার পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমান, সহকারী জেলা প্রশাসক (শিক্ষা) নাজমুল হোসেন খান, বাংলাদেশ সুপ্রিম কোট ও সাধারণ সম্পাদক মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডঃ রেবেকা সিংহ।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী, সহকারী কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান মানস মুকুল রায়, মীর্জা সাইফুল ইসলাম টুটুল।
সভার পূর্বে তিনি লাউডোব-বানিশান্তা আন্তজেলা ফেরীর শুভ উদ্বোধন করেন। সভা শেষে স্প্রীড বোর্ড যোগে দাকোপের সুতারখালী ইউনিয়নের কালাবগী ঝুলান্তপাড়া পরিদর্শন করেন। এর পর সন্ধায় তিনি দাকোপ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন।