সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
দাকোপে যুবককে গলা কেটে হত্যা | চ্যানেল খুলনা

দাকোপে যুবককে গলা কেটে হত্যা

চ্যানেল খুলনা ডেস্কঃদাকোপের খেজুরিয়া এলাকায় সুব্রত মন্ডল (৩০) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাতে অজ্ঞাত ফোনে বাড়ি থেকে বের হওয়ার পর ভোরবেলা পার্শ্ববর্তী বিলে তার লাশ পাওয়া যায়। দাকোপ থানা পুলিশসহ সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, পশ্চিম ঢাংমারী নিজ মুদি দোকানে থাকা অবস্থায় রবিবার রাত ৮টার দিকে সুব্রতের কাছে একটি ফোন আসে। এ সময় সে স্ত্রীকে দোকানে রেখে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যায়। রাত গভীর হলেও সে ফিরে না আসায় এবং তার মোবাইল বন্দ পাওয়ায় পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত আড়াইটার দিকে আমতলা খেজুরিয়া সড়কের ফাকা রাস্তায় সুব্রতর মোটরসাইকেল পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিক দাকোপ থানা পুলিশকে জানালে পুলিশ সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নিমাই মন্ডলের হেফাজাতে মোটরসাইকেলটি রাখে। এরপর অনুসন্ধান চলাকালে ভোর সাড়ে ৫টার দিকে সেখানকার বিলে সুব্রতর গলাকাটা লাশ পাওয়া যায়।
খবর পেয়ে সিনিয়র এএসপি (দাকোপ সার্কেল) হুমায়ুন কবির, দাকোপ থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম চৌধুরীসহ থানা পুলিশ এবং খুলনার সিআইডি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ ময়না তদন্তের জন্য খুলনায় পাঠানো হয়েছে। পুলিশ জানায়, লাশের অদুরে সিগারেটের অংশ এবং জিলাপীর টুকরোসহ কিছু আলামত পাওয়া গেছে। তবে সুব্রতের কাছে থাকা মোবাইল ফোন স্বর্ণের চেইন ও আংটি পাওয়া যায়নি। হত্যাকান্ডের মোটিভ সম্পর্কে পুলিশ বা নিহতের পরিবারের পক্ষ থেকে প্রাথমিকভাবে কোন ধারনা দিতে পারেনি। এক সন্তানের জনক সুব্রত পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক ও মুদি দোকানী। সে ঢাংমারী গ্রামের হ্নদয় মন্ডলের একমাত্র পুত্র।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।