দাকোপ উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের সাধুর ঘাট সংলগ্ন রাসমন্দির এর নির্মাণকাজ শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ওই কাজ শেষ করার তাগিদ দিয়েছে দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মন্দির কমিটির সভাপতি বাবু কৃষ্ণ পদ রায ও সাধারন সম্পাদক বাবু লিটন বালার নেতৃত্বে গ্রামবাসী আনন্দের সাথে সেচ্ছায় শ্রম দিয়ে মন্দির নির্মাণের কাজ শুরু করেন।
মন্দির নির্মানে সহযোগিতা করায় গ্রামবাসী জনপ্রতিনিধি দের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছে। গ্রামবাসি দের দাবী মন্দিরের সকল কাজ যেনো সুন্দর ভাবে সম্পন্ন হয় এবং দৃশ্যমান সুন্দর মন্দির গ্রামবাসী পায় জনপ্রতিনিধি দের কাছে সে দাবি করেছে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন ১ নং পানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির আহম্মেদ, ৬নং ওয়ার্ডের সদস্য এস এম সাঈদুর রহমান সাইদ, মন্দির কমিটির সভাপতি বাবু কৃষ্ণ পদ রায, সাধারন সম্পাদক বাবু লিটন বালা প্রমুখ।