সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দাক্ষিণাঞ্চলে শিক্ষা বিস্তারে সরকারি বিএল কলেজের উল্লেখযোগ্য অবদান রয়েছে | চ্যানেল খুলনা

খুলনা সরকারি বিএল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তালুকদার আব্দুল খালেক

দাক্ষিণাঞ্চলে শিক্ষা বিস্তারে সরকারি বিএল কলেজের উল্লেখযোগ্য অবদান রয়েছে

অনলাইন ডেস্কঃখুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জীবন বিকাশের জন্য জ্ঞানার্জনের বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের একাগ্র চিত্তে জ্ঞানার্জন এবং অর্জিত জ্ঞান দ্বারা মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে। জ্ঞানার্জনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমান সরকার এ বিষয়ে আন্তরিকতার সাথে কাজ করছে।

সিটি মেয়র আজ সোমবার সকালে খুলনা সরকারি বিএল কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। কলেজ কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র সরকারি ব্রজলাল কলেজকে খুলনাঞ্চলের প্রথম ও অন্যতম বৃহৎ বিদ্যাপীঠ হিসেবে উল্লেখ করে বলেন, এতদাঞ্চলের শিক্ষা বিস্তারে এ শিক্ষা প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য অবদান রয়েছে। ১৯০২ সালে শিক্ষানুরাগী ব্রজলাল চক্রবর্তী যখন কলেজটি প্রতিষ্ঠা করেন তখন খুলনায় উচ্চ শিক্ষার কোন প্রতিষ্ঠান ছিল না। পরবর্তীতে দানবীর হাজী মহম্মদ মুহসীন তাঁর সৈয়দপুর এস্টেটের ৪০ একর জমি এই কলেজে দান করেন। কালের পরিক্রমায় বর্তমানে কলেজটিতে প্রায় পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে।

তিনি বলেন, উনসত্তুরের গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধে কলেজের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং বহু ছাত্র-ছাত্রী দেশে বিদেশে নিজ নিজ কর্মের দ্বারা দেশের সুনাম বৃদ্ধি করছে। সিটি মেয়র ব্রজলাল কালেজের রাস্তা, ড্রেন সংস্কার এবং কলেজ এলাকায় একটি ওভারব্রীজ নির্মাণের পরিকল্পনার কথা ব্যক্ত করে বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কেসিসি’র পক্ষ থেকে সম্ভব সব ধরণের সহযোগিতা দেয়া হবে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম আলমগীর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ভারতীয় দূতাবাসের খুলনাস্থ সহকারি হাই কমিশনার রাজেশ কুমার রায়না। অন্যান্যের মধ্যে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, খুলনা পৌরসভার সাবেক চেয়ারম্যান এ্যাড. মো: এনায়েত আলী, খুলনা জুট এ্যাসোসিয়েশনের সভাপতি ও দৌলতপুর থানা আওয়ামীলীগের সভাপতি শেখ সৈয়দ আলী, ছাত্রলীগ বিএল কলেজ শাখার সভাপতি মো: রাকিব মোড়ল ও সাধারণ সম্পাদক নিশাত ফেরদৌস অনি প্রমুখ বক্তৃতা করেন।অনুষ্ঠানে সিটি মেয়রকে স্মারক উপহার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

Your Promo BD

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

দৈনিক খুলনা টাইমস পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাষ্ট্রপক্ষের আবেদনে ২ দিন পেছাল মির্জা ফখরুলের জামিন শুনানি

তিনটি আসনের মনোনয়ন কিনেছেন সাকিব আল হাসান

‘সাংবাদিকরা যুক্তরাষ্ট্রকে আমাদের ডোমেস্টিক ইস্যুতে ইনভলভ করে’

‘আমাকে নিয়েন না ভাই, আমার মা-ছেলে অসুস্থ’

জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।